Advertisment

Shakib Al Hasan cheating: অন্য মহিলার সঙ্গে কি অবৈধ সম্পর্কে সাকিব, তছনছ করা অভিযোগে মুখ খুললেন স্ত্রী শিশির

Shakib Al Hasan cheating with wife: সাকিব কি পরকীয়ায় মত্ত, ঝড় তোলা মোচড় টাইগার তারকার কেরিয়ারে

author-image
IE Bangla Sports Desk
New Update
Shakib Al Hasan, Ummey Ahmed Shishir, সাকিব অল হাসান, উম্মে আহমেদ শিশির

Shakib Al Hasan-Ummey Ahmed Shishir: স্বামী সাকিবের সঙ্গে স্ত্রী শিশির। (ইনস্টাগ্রাম)

Shakib Al Hasan wife Ummey Ahmed Shishir: তাঁর স্বামী সাকিব অল হাসান তাঁকে প্রতারণা করেছে, এই অভিযোগ উড়িয়ে দিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। জোরালো বার্তায় তাঁর সঙ্গে বাংলাদেশের অলরাউন্ডারের প্রতারণার অভিযোগকে তিনি ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। শিশিরের স্পষ্ট কথা, বাংলাদেশের অলরাউন্ডার একজন স্বামী এবং একজন বাবা হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন। সাকিব বর্তমানে পাকিস্তানে। সেখানে তিনি পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের ছেলেদের বিরুদ্ধে ২১ আগস্ট থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে অংশ নিতে চলেছেন।

Advertisment

৩৭ বছর বয়সি সাকিব সম্প্রতি বাংলা টাইগার্স মিসিসাউগারের হয়ে খেলেছেন। এই দলটি গ্লোবাল টি২০ কানাডার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এরপরই সাকিব পাকিস্তানে গিয়েছেন। তার মধ্যেই স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। এই প্রসঙ্গে নেটিজেনদের গুজব ছড়াতে বারণ করেছেন শিশির। সোশ্যাল মিডিয়ায় তিনি শাকিবের সঙ্গে নিজের ছবি মুছে ফেলেছেন। একথা জানার পরই জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। সেই প্রসঙ্গে শিশির স্পষ্ট বলেছেন, তিনি যা করেছেন, 'ব্যক্তিগত কারণে করেছেন।'

এখানে সাকিব আল হাসানের স্ত্রীর বক্তব্য, 'ওর কেরিয়ার এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতেই পারে। সেকথা আমি অস্বীকার করব না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে! আপনি যা চান, সেইমতো সমালোচনা করুন! তবে দয়া করে আমাদের সম্পর্কের সঙ্গে এটি মিশিয়ে দেবেন না। উনি একজন খুব ভালো স্বামী এবং একজন ভালো পিতা। সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত ছিলেন। আমাকে আঘাত করার জন্য কখনও কিছু করবেন না। তিনি এমন একজন ব্যক্তি, যিনি আমার পক্ষে দাঁড়ানোর জন্য একবার সাসপেন্ড পর্যন্ত হয়েছিলেন।'

শিশির আরও বলেন, 'আমি সবসময় ওঁর সফর সম্পর্কে সচেতন। আমি বেশিরভাগ সফরেই ওঁর সঙ্গে থাকি। ১৩ বছর আগে আমরা বিয়ে করেছিলাম। তিনি এখনও সেই রকমই আছেন। আমাদের পরিবার ১০০% সুন্দর, আলহামদুলিল্লাহ! তাই দয়া করে সোশ্যাল মিডিয়ায় এই অনলাইন গুজব বন্ধ করুন। যা প্রকাশ হয়, সব সময় তা বিশ্বাস করবেন না। কারণ, অনেককিছুতেই এডিটিং হয়। আর, সেই সব ছবি কখনও জীবনের পুরো গল্প বলে না।'এটি সমস্ত কাট এবং পেস্ট ছবি সম্পর্কে পুরো গল্প বলে না।'

সাকিবের স্ত্রী আরও বলেন, 'যাঁরা এসব করছেন, আমি তাঁদেরকে একটাই কথা বলব, এসব করে আপনাদের কোনও লাভ হবে না! আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, কারণ আমি সত্যটা জানি। কিন্তু, অপ্রয়োজনীয় কল এবং টেক্সটের কারণে আমি এটা পরিষ্কার করতে বাধ্য হচ্ছি! ও এখন পাকিস্তান সিরিজের ওপর ফোকাস করেছে। আমরা সবসময় একটাই দল ছিলাম। আর, একটা দল হিসেবে থাকব, ইনশাআল্লাহ! প্লিজ, আমি আমার কোনও পোস্ট বা ছবি মুছে দিইনি। শুধু সেগুলোকে ব্যক্তিগত করে রেখে দিয়েছি। ছবি পোস্ট করা কোনও সম্পর্কের সাক্ষ্য দেয় না!'

আরও পড়ুন- শচীনের সব রেকর্ড ভেঙে দেবে এই ইংরেজ, ভারতীয়দের বুক ভেঙে বড় ভবিষ্যৎবাণী পন্টিংয়ের

সাকিব এবং শিশিরের সম্পর্ক ২০১০ সালের আগে থেকে শুরু। সেই সময় দু'জন প্রথমবার পরস্পরের সঙ্গে দেখা করেন। সেই সময় সাকিব ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর, তাঁরা গাঁটছড়া বাঁধেন। তিন বছর পরে, ২০১৫ সালে এই দম্পতির প্রথম সন্তান আলায়নার জন্ম হয়। তাঁদের আরও দুই সন্তান আছে- আইজাহ ও ইররুম। শিশিরকে প্রায়ই সাকিবের সঙ্গে ঘুরতে দেখা যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-সহ বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে শিশির গ্যালারিতে উপস্থিত থেকে তাঁর স্বামীকে সমর্থন করে থাকেন।

Bangladesh Shakib Al-Hasan Social Media Bangladesh Cricket Husband-Wife Bangladesh Cricket Team Divorce
Advertisment