আইপিএলের দুই ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ শেন ওয়ার্ন। আগামী দিনে তাঁরাই ভারতীয় দলের স্টার হবেন বলে ভবিষ্যদ্বাণী প্রাক্তন কিংবদন্তি অস্ট্রেলিয়ান বোলারের। এই মরশুমে রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকাতে পাওয়া গিয়েছে ওয়ার্নকে। দলের উইকেটকিপার-ব্যাটসম্যান সনজু স্যামসনের খেলায় মোহিত তিনি। পাশাপাশি দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থেরও ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ন।
শুধু চলতি আইপিএলেই নয়, সনজু অতীতেও এই টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেছেন। এবার এক ডজন ম্যাচ খেলে ৩৪.৪৫ গড়ে ৩৭৯ রান করা হয়ে গিয়েছে বছর তেইশের সনজুর। তাঁকে নিউ রকস্টার তকমা দিয়েছেন ওয়ার্ন। যে কোনও পরিস্থিতিতে সব রকম বলের বিরুদ্ধে সনজুর খেলার তারিফ করেছেন ওয়ার্ন।
আরও পড়ুন, আইপিএল ২০১৮: রাজস্থানের নীল জার্সি বদলে গেল গোলাপিতে, এতেই কি এল জয়?
অস্ট্রেলিয়ার এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, “যে কোনও পরিবেশে সনজু সাবলীল ভাবে স্পিন ও পেসের বিরুদ্ধে খেলে। আমার মনে হয় ও ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার। আমার কাছে রকস্টার। সনজু অসাধারণ একজন প্লেয়ার। ওর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটারের গুণ রয়েছে।” যদিও সনজু এখনও পর্যন্ত দেশের জার্সিতে একটাই ম্যাচ খেলেছেন। বছর তিনেক আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি। ওয়ার্নের মতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি। শুধু সনজুই নন, তাঁর কাছে ঋষভও আগামীর নক্ষত্র। এ প্রসঙ্গে অজি লেগ-স্পিনার বলেছেন, “ আমি দীর্ঘদিন সনজু আর ঋষভের মতো ক্রিকেটার দেখিনি। ওরা ভারতের সেরা তরুণ ক্রিকেটার।” সনজু ব্যাটসম্যান হিসেবে নিজেকে চিনিয়েছেন অনেক আগেই। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে প্রমাণ করলেন যে, তিনি ফিল্ডার হিসেবেও অসাধারণ। এক হাতে ক্যাচ তালুবন্দি করে তিনি ফিরিয়েছেন হার্দিক পাণ্ডিয়াকে।
ব্যক্তিগত কারণে ওয়ার্ন টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরে গিয়েছেন। এই মরশুমের মতো আর রাজস্থানের ডাগ-আউটে দেখা যাবে না তাঁকে। এখনও পর্যন্ত আইপিএলে বেশ কিছু ক্রিকেটারের পারফরম্যান্স দেখে ভাল লেগেছে ওয়ার্নের। ইনস্টাগ্রামে পোস্ট করেই তাঁদের কথা জানিয়েছেন তিনি। ওয়ার্নের মতে জোস বাটলারের ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা উচিত। বেন স্টোকসকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান তিনি। এর পাশাপাশি ওয়ার্ন ইনস্টায় বলেছেন যে, ডি'আর্কি শর্ট ভবিষ্যতে দুরন্ত অলরাউন্ডার হয়ে উঠবেন। জোফ্রা আর্চারকে আগামী দিনে বিশ্বের সেরা ফাস্টবোলার হিসেবেই দেখছেন ওয়ার্ন।
A post shared by Shane Warne (@shanewarne23) on