Advertisment

পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারল অস্ট্রেলিয়া, কী বললেন ওয়ার্ন!

অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্স দেখার পর এখন ক্রিকেটবিশ্ব তাদের সমালোচনায় সোচ্চার। এমনকি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা দু’ধাপ নেমে গিয়েছে। এই সিরিজের আগে তিন নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এখন তারা পাঁচে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan

পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারল অস্ট্রেলিয়া, কী বললেন ওয়ার্ন! (ছবি-টুইটার)

সংযুক্ত আরব আমিরশাহিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে ১-০ জিতে নিয়েছে পাকিস্তান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেনার উসমান খোয়াজার লড়াকু সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ড্র করেছে। দ্বিতীয় টেস্টে পাক পেসার মহম্মদ আব্বাসের ১০ উইকেটের সুবাদে পাকিস্তান ৩৭৩ রানে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্স দেখার পর এখন ক্রিকেটবিশ্ব তাদের সমালোচনায় সোচ্চার। এমনকি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা দু’ধাপ নেমে গিয়েছে। এই সিরিজের আগে তিন নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এখন তারা পাঁচে।

Advertisment

আরও পড়ুন: আত্মজীবনীতে বিস্ফোরক ওয়ার্ন, কী বললেন তিনি স্টিভ ওয়াকে নিয়ে!

অজিদের খুব ম্যাড়ম্যাড়ে ক্রিকেট দেখে রীতিমতো চিন্তিত দলের প্রাক্তন কিংবদন্তি শেন ওয়ার্ন। তাঁর টুইট দেখলেই সেকথা স্পষ্ট। ওয়ার্ন লিখলনে, “দুর্দান্ত সিরিজ জয়ের জন্য পাকিস্তানকে আমার শুভেচ্ছা। দুর্দান্ত খেলেছে তারা। চারটে ইনিংসের মধ্যে তিনটে ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটিং খুব সাধারণ লেগেছে। যেভাবে ব্যাটসম্যানরা আউট হয়েছে তা রীতিমতো ভাবার বিষয়। অস্ট্রেলিয়া দেখতে গেলে খুব কম ওভারই খেলতে পেরেছে। অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগজনক সময়।” টেস্ট শেষ করে এখন দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া লড়াই চালাবে। আগামী ২৪ অক্টোবর আবু ধাবির শেখ জাইদ স্টেডিয়ামে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ।

Shane Warne Australia pakistan
Advertisment