Advertisment

Shane Watson: কোটি কোটি টাকার অফার, তবু পাকিস্তানের কোচ হলেন না ওয়াটসন! নিশানায় সেই IPL

Shane Watson as Pakistan Cricket Team Head coach: প্ৰথমে বলা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ার কারণেই ওয়াটসনের নিজেকে সরিয়ে নেওয়া। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বেতন নিয়ে কোনও সমস্যা হয়নি। পিসিবির তরফে ওয়াটসনকে বার্ষিক ২ মিলিয়ন মার্কিন ডলার অফার করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shane Watson, Pakistan Cricket, Pakistan

Shane Watson: পাকিস্তানের কোচ হচ্ছেন না ওয়াটসন (টুইটার)

Pakistan Cricket Team: আইপিএলের সময়েই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন কিউইদের প্ৰথম সারির তারকারা। নিউজিল্যান্ড-বি দলের বিরুদ্ধেই পাকিস্তানের হেড কোচ হতে পারেন শ্যেন ওয়াটসন। এমনটাই রটে গিয়েছিল। বলা হচ্ছিল পাক দলের হেড কোচ হওয়ার লড়াইয়ে পিসিবির ফেবারিট শ্যেন ওয়াটসন ছিলেন। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শ্যেন ওয়াটসন নিজেই নাকি পাকিস্তানের কোচ হতে আগ্রহী নন।

Advertisment

সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটসন নিজে পাকিস্তানের কোচ হতে চেয়েছিলেন। তবে বাঁধ সেধেছে তাঁর একের পর এক বাণিজ্যিক চুক্তি। আইপিএলে ধারাভাষ্যকারের কাজ করেন তিনি। মেজর লিগ সকারের সান ফ্র্যান্সিসকো ইউনিকর্ন-এর হেড কোচ তিনি। এছাড়াও সিডনিতে তাঁর পরিবার রয়েছে। পাকিস্তানের কোচ হওয়ার জন্য এই সমস্ত বাণিজ্যিক চুক্তি ছেদ করতে চাননি তিনি।

আরও পড়ুন: বাদ পড়তে পারেন নারিনও! চমকের পর চমক এবারের KKR-এর প্ৰথম ১১-য়, কেমন হবে দল

প্ৰথমে বলা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ার কারণেই ওয়াটসনের নিজেকে সরিয়ে নেওয়া। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বেতন নিয়ে কোনও সমস্যা হয়নি। পিসিবির তরফে ওয়াটসনকে বার্ষিক ২ মিলিয়ন মার্কিন ডলার অফার করা হয়েছিল। তবে আগে থেকেই একাধিক বাণিজ্যিক চুক্তিতে যুক্ত থাকায় ওয়াটসনের পক্ষে পিসিবির প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি।

নিজেকে পাকিস্তানের হেড কোচের দৌড় থেকে ওয়াটসনের নিজেকে সরিয়ে নেওয়ার অর্থ কোনও কোচ ছাড়াই কিউইদের বিপক্ষে টি২০ সিরিজে নামবেন বাবর আজমরা। জুনে টি২০ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ-ও খেলবে পাকিস্তান। তাই তড়িঘড়ি ভিত্তিতে পাকিস্তানকে হেড কোচের নিয়োগ সম্পন্ন করতে হবে।

pakistan Pakistan Cricket Shane Watson Pakistan Cricket Team
Advertisment