scorecardresearch

বিয়ে করেই আসছেন কলকাতায়! ছাদনাতলায় এবার KKR-এর ১০.৭৫ কোটি টাকার সুপারস্টার

কেকেআরের সুপারস্টার বিয়ে করে ফেললেন ফাঁকা সময় পেয়েই

বিয়ে করেই আসছেন কলকাতায়! ছাদনাতলায় এবার KKR-এর ১০.৭৫ কোটি টাকার সুপারস্টার

নতুন বছরে যেন বিয়ের ধুম লেগেছে। কেএল রাহুল, অক্ষর প্যাটেল দুজনেই বিয়ে সেরে ফেলেছিলেন নতুন বছরে। বিয়ে করে মধুচন্দ্রিমা সারারও সময় পাননি জাতীয় দলের দুই তারকা। নেমে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে। এবার রাহুল, অক্ষরের পথেই হাঁটলেন শার্দূল ঠাকুর। মুম্বইয়ে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবদের উপস্থিতিতে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তারকা অলরাউন্ডার।

বিদেশের মাটিতে শার্দূল জাতীয় দলের অতিমেটিক চয়েস। তবে ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে শার্দূল টেস্ট স্কোয়াডে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টেও খেলছেন না তিনি। ঠিক একমাস পরেই আইপিএলে কেকেআরের জার্সিতে নেমে পড়তে হবে। এর আগে ফাঁকা এই সময়ের সদ্ব্যবহার করে ফেললেন শার্দূল। দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরকে বিয়ে করে ফেললেন।

দীর্ঘদিনের সম্পর্ক। তারপর বছর দুয়েক আগে ঠাসা ক্রীড়া সুচির মধ্যেই বাগদান পর্ব সেরে ফেলেন শার্দূল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় হলদি সেরেমনির ছবি ভাইরাল হয়েছিল। যেখানে জাতীয় দলের তারকাকে দেখা গিয়েছিল বলিউডি গানে নাচাগানা করতে। রবিবার শার্দূলের রিসেপশনে রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারদের মত জাতীয় দলের তারকাদের হাজির থাকতে দেখা গিয়েছিল। বুধবার থেকে ইন্দোরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেই টেস্টের আগেই সময় বের করে মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির হন রোহিত। টেস্ট স্কোয়াডে থাকা শ্রেয়সকেও দেখা যায় শার্দূলের রিসেপশনে।

বিয়ে করেই শার্দূলকে খেলতে দেখা যাবে আইপিএলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ শেষ হলেই ঢাকে কাঠি পড়বে আইপিএলের। প্রথমবারের মত কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে তারকা অলরাউন্ডারকে। চেন্নাইয়ের হয়ে বেশ কয়েক সিজন খেলা তারকাকে দিল্লি কিনে নিয়েছিল এক মরশুম আগের আইপিএলে। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তবে মরশুম শেষের পরেই দিল্লি রিলিজ করে দেয় মুম্বইকরকে। ১০.৭৫ কোটি টাকার ট্রেডিংয়ে শার্দূল যোগ দিয়েছিলেন নাইট রাইডার্স-এ। জাতীয় দলের হয়ে শার্দূলকে পুনরায় খেলতে দেখা যাবে জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Shardul thakur got married in mumbai with long time girlfriend mittali parulkar