Shardul Thakur, India tour to Australia: ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় ভারতের সফর নিয়ে চাপা অভিযোগগুলো প্রকাশ করে দিলেন। তিনি অভিযোগ করেছেন, ভারতীয় দলকে ক্রিকেট অস্ট্রেলিয়া তেমন সুব্যবস্থা দেয়নি। তাঁদের প্রতি 'ভয়াবহ' আচরণ করা হয়েছিল। তৎকালীন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং কোচ রবি শাস্ত্রীর সঙ্গে এসব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়মিত তর্ক-বিতর্ক চলত। শার্দুল ঠাকুর অভিযোগ করেছেন, সেই সময় ভারত সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার লোকজন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার তৎকালীন টেস্ট অধিনায়ক টিম পেইন একজন 'মিথ্যাবাদী' বলেও শার্দুল ঠাকুর অভিযোগ করেছেন।
শার্দুল ঠাকুরের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্রিসবেনের দ্য গাব্বাতে ভারতের বিখ্যাত জয় নিয়ে, তাঁর অনুভূতিটা ঠিক কেমন? চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। সেনিয়ে বলতে গিয়েই শার্দুল তাঁর ক্ষোভের ঝুড়ি উলটে দেন। তিনি বলেন, 'ওরা আমাদের সঙ্গে যেরকম আচরণ করেছিল, তা সত্যিই ভয়ংকর। চার বা পাঁচ দিনের জন্য, হোটেলে কোনও হাউসকিপিং পরিষেবা ছিল না। আপনি যদি বিছানার চাদর পরিবর্তন করতে চান, আপনি ক্লান্ত হয়ে গেলেও আপনাকে পাঁচ তলা পর্যন্ত হেঁটে গিয়ে চাদর নিয়ে এসে তা করতে হয়েছিল।' ঠাকুর জানিয়েছেন, কুইন্সল্যান্ডের গভর্নর তো সরাসরি বলেই দিয়েছিলেন যে অস্ট্রেলিয়া ভারতকে আতিথ্য দান করে খুশি নয়। আর, যা ঘটেছিল ঠিক তার উলটো কাহিনি এর আগে শুনিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। যে কারণে পেইনকে মিথ্যাবাদী বলে তীব্র কটাক্ষ করেছেন শার্দুল ঠাকুর।
পেইনের ব্যাপারে শার্দুল ঠাকুর বলেছেন, 'আমি টিম পেইনের সাক্ষাত্কার শুনেছি। লোকটা ডাঁহা মিথ্যা কথা বলছে। ও কেবল মিডিয়াতে গল্প ছড়িয়ে নিজেকে বাঁচিয়েছিল। কিন্তু, সত্যিটা আমি জানি। সেই সময় কোহলি ছিল না। অজিঙ্কা রাহানে আর রবি শাস্ত্রী প্রতিনিয়ত ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে আমাদের ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতেন।'
আরও পড়ুন- ‘পুরুষ’ বলে গালাগালি করা হচ্ছে! ক্ষেপে গিয়ে চরম ব্যবস্থা সোনাজয়ী বক্সার ইমেনের
ঠাকুর জানিয়েছেন যে, এই সবের ফলেই ম্যাচ জেতার পরে ভারতীয় খেলোয়াড়দের প্রতিক্রিয়া অন্যসময় সাধারণত যা হয়, ওই সিরিজের পরে তা থেকে আলাদারকম ছিল। বিরাট কোহলি শেষ তিনটি টেস্টে ছিলেন না। তাছাড়াও দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে ভুগছিলেন। তারপরও ভারত ওই সফরে জিতেছিল। তার মধ্যে ব্রিসবেনের শেষ টেস্টে, ভারত ৩২৯ রানের বিরাট টার্গেট তাড়া করে জিতেছিল। ঠাকুর বলেন, 'সেই প্রথমবার আমরা জেতার পর অস্ট্রেলিয়ানদের দিকে ফিরেও তাকাইনি। আমরা যেন ওদের বলতে চেয়েছিলাম, যাও অনেক হয়েছে। এবার তোমরা ড্রেসিংরুমে গিয়ে বস।'