Shehbaz Sharif-Champions Trophy: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কার্যত রণহুংকার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, 'পাকিস্তান দলকে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না। দুবাইয়ে ভারতকেও হারাতে হবে।' মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিরাপত্তার কারণে ভারত কয়েক বছরের মত এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাতে রাজি হয়নি। এনিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দুই দেশের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাতে আরও ক্ষুব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচে পাকিস্তান দলকে জিততেই হবে বলে টিম পাকিস্তানের সামনে লক্ষ্য স্থির করে দিয়েছেন শেহবাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। সেই সংস্কার হওয়া গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শেহবাজ শরিফ বলেন, 'আমাদের দল বেশ ভালো। সম্প্রতি বেশ ভালো খেলেছে। আমাদের লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়। দুবাইয়ে ভারতকে হারানোও আমাদের লক্ষ্য। গোটা পাকিস্তান তাদের ক্রিকেট দলের পিছনে এসে দাঁড়িয়েছে।' পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গতবারের চ্যাম্পিয়ন। ২০১৭ সালে ফাইনালে তারা ভারতকে হারিয়েছিল। তবে তারা দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্ট জেতেনি। শেষবার জিতেছিল ২০২১ সালে। সেবার তারা দুবাইয়ে টি২০ বিশ্বকাপে জিতেছিল।
শেহবাজ শরিফ বলেন, 'প্রায় ২৯ বছর পর আমরা একটা আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এই টুর্নামেন্ট পাকিস্তানের কাছে একটা বড় সুযোগ নিয়ে এসেছে। আমার নিজেদের দলের প্রতি পুরোপুরি আস্থা আছে। আশা করি, আমাদের দল গোটা দেশকে গর্বিত করবে।' পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে তিনটি স্টেডিয়ামের সংস্কার করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৮ দেশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি। তার জন্য চার মাসেরও কম সময়ের মধ্যে গদ্দাফি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৫,০০০।
আরও পড়ুন- আজ ২৮ নম্বরই বদলে দিতে পারে লাল-হলুদের ভাগ্য! আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতই একমাত্র দল, যারা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। বদলে, ভারতের সব খেলা দুবাইয়ে হবে। তারই অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। ভারত ফাইনালে উঠলে, ৯ মার্চের ফাইনালও দুবাইতেই হবে। আর, ভারত যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে ম্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।