Advertisment

শেখ হাসিনা সম্মতি দিয়েছেন, বাংলাদেশ সিরিজে আশাবাদী সৌরভ

ইডেন টেস্ট ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মেগা-অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী সৌরভ (বিসিসিআই)

বাংলাদেশের ভারত সফর এখনও চূড়ান্ত নয়। ক্রিকেটারদের বিদ্রোহের কাছে এখনও নতি স্বীকার করেনি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বিদ্রোহে ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছেন। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে সেকথা স্বীকারও করেছেন। এর মধ্যেই ভারত সিরিজ এগিয়ে আসছে। আর দশ দিন পরেই কোহলিদের বিপক্ষে টি টোয়েন্টিতে নামতে হবে শাকিব আল হাসানদের।

Advertisment

এমন জটিলতার মধ্যে অবশ্য় সিরিজ প্রত্যাশিত সূচি মেনেই হবে। আশাবাদী সৌরভ। সরকারিভাবে মুম্বইয়ে বোর্ড সভাপতির চেয়ারে বসেই তিনি জানিয়ে দেন সেকথা। সাংবাদিক সম্মেলনে সৌরভ জানালেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জানিয়েছেন তিনি কলকাতায় টেস্ট দেখতে আসবেন। তিনি যদি সম্মতি দিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট দল আসবে না, এমনটা হতে পারে না।"

বাংলাদেশ ক্রিকেটাররা বিদ্রোহ করেছেন। ১১ দফা দাবি বিসিবি না মানলে ক্রিকেট খেলার প্রশ্নই নেই, জানিয়ে দিয়েছেন শাকিব আল হাসান, রুবেল সহ শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। এমন অবস্থায় বাংলাদেশের ভারত সফর নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৩ তারিখেই বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন জাতীয় দলের মতোই বোর্ডকে ‘নেতৃত্ব’ দেবেন, সৌরভ বললেন সাংবাদিকদের

তারপরে সৌরভ সংবাদসংস্থায় এক বিবৃতিতে জানিয়ে দিয়েছিলেন, “এটা বাংলাদেশ ক্রিকেটের আভ্যন্তরীন বিষয়। ওরা নিশ্চয় পুরো বিষয়টা সমাধান করে ফেলবে। আমাদের মধ্যে (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) প্রায়ই কথা হয়। তবে বাংলাদেশি ক্রিকেটারদের বিদ্রোহ আমার বিষয় নয়।”

ইডেন টেস্ট ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মেগা-অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের প্রত্যেকেই সংবর্ধনা জানাতে তৈরি ইডেন। সৌরভ বলেছিলেন, “২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সব ঠিক থাকলেই উনিই ইডেন বেল বাজাবেন।”

আরও পড়ুন নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ সিরিজ, আত্মবিশ্বাসী সৌরভ

জানা গিয়েছে, বাংলাদেশের প্রথম টেস্ট খেলিয়ে দলের সদস্যদের সংবর্ধনাও দেওয়া হবে ওদিন। ঘটনাচক্রে আজ থেকে ১৯ বছর আগে সৌরভ ও সেই টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক করেছিলেন। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার সৌরভের ভারত নইমুর রহমান দুর্জয়ের দলের বিরুদ্ধে ন’উইকেটে জিতেছিল। সেই বাংলাদেশ দলে ছিলেন হাবিবুল বাশার, হাসিবুল হোসেন শান্ত, আক্রম খান ও মহম্মদ রফিকের মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন ইডেনে টেস্ট দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমন সাজো সাজো আবহেই সংশয় বাড়িয়ে মিরপুরের একটি মাঠে শাকিব আল হাসান, মাহমুদ্দুল্লা, মুশফিকুর রহিম সোমবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, তাঁদের এগারো দফা দাবি না মানা হলে ক্রিকেট খেলা স্থগিত থাকবে।

শেষ দশ দিনে কোথাকার জল, কোথায় গড়ায়, সেটাই আপাতত দেখার।

Read the full article in ENGLISH

Sheikh Hasina BCCI Sourav Ganguly
Advertisment