'সেনা' ধোনিকে কটরেলের স্য়ালুট, হৃদয় জিতে নিলেন উইন্ডিজ পেসার

মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর হয়ে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চলেছেন কয়েকদিন। এ খবর ওয়েস্ট ইন্ডিজে বসে পেয়ে গিয়েছেন পেসার শেলডন কটরেল। ধোনির এই পদক্ষেপে তিনি মুগ্ধ।

মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর হয়ে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চলেছেন কয়েকদিন। এ খবর ওয়েস্ট ইন্ডিজে বসে পেয়ে গিয়েছেন পেসার শেলডন কটরেল। ধোনির এই পদক্ষেপে তিনি মুগ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sheldon Cottrell shares throwback video of MS Dhoni receiving Padma Bhushan award

'সেনা' ধোনিকে কটরেলের স্য়ালুট, হৃদয় জিতে নিলেন উইন্ডিজ পেসার

মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর হয়ে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চলেছেন কয়েকদিন। এ খবর ওয়েস্ট ইন্ডিজে বসে পেয়ে গিয়েছেন পেসার শেলডন কটরেল। ধোনির এই পদক্ষেপে তিনি মুগ্ধ। কটরেল জানিয়েছেন ধোনি শুধু বাইশ গজেরই অনুপ্রেরণা নন, তিনি এক প্রকৃত দেশপ্রেমিক।

ইংল্য়ান্ডের মাটিতে অনুষ্ঠিত সদ্য়সমাপ্ত বিশ্বকাপে কটরেল বিখ্য়াত হয়ে গিয়েছিলেন তাঁর স্য়ুালুট অ্যান্ড মার্চ সেলিব্রেশনে। উইকেট নেওয়ার পরেই কয়েক পা মার্চ করে স্য়ালুট করতেন উইন্ডিজ পেসার। নিজের দেশের সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতেই এই স্য়ালুট করতেন কটরেল।

আরও পড়ুন: ধোনির সেনায় যোগদানকে কী চোখে দেখছেন কপিল-গম্ভীর?

Advertisment

গতবছর এপ্রিলে ধোনি রাষ্ট্রপতি ভবনে দেশের রাষ্ট্রেপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ পুরস্কার নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে ধোনি এসেছিলেন সেনার উর্দিতেই। তিনিও মার্চ করেই রাষ্ট্রপতিকে স্যালুট জানিয়ে জাতীয় পুরস্কার নিয়েছিলেন। ধোনির এই আচরণ মুগ্ধ করেছিল আপামর দেশবাসীকে। ধোনির এই ভিডিও কটরেল শেয়ার করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। কটরলে লিখলেন, "এই মানুষটা শুধু ক্রিকেট মাঠেরই অনুপ্রেরণা নয়, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক। নিজের কর্তব্য়ের চেয়েও দেশের জন্য় বেশি কিছু দিয়েছে। আমি জামাইকাতে বাড়িতে বসে আছি। কয়েক সপ্তাহ ধরে এটাই প্রতিফলিত হচ্ছে। আমি আমার বন্ধু আর পরিবারের সঙ্গে এই ভিডিওটা একটা কারণেই শেয়ার করলাম। যে এখানে একজন স্বামী-স্ত্রী-র প্রতি ভালবাসার সঙ্গেই দেশের ভালবাসাও জড়িয়ে রয়েছে। আমিও একইভাবে বিষয়টা উপভোগ করেছি।"

Advertisment


ঘটনাচক্রে কটরেল নিজেও জামাইকায় ছ'মাস সেনা প্রশিক্ষণ নিয়েছেন। সেখানেই তিনি এই ট্রেডমার্ক মার্চ আর স্যালুট শিখেছিলেন।ক্রিকেট থেকে আপাতত নিজেকে দূরে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। নীল জার্সি নয়, এখন জলপাই রঙের উর্দিতেই দেখা যাবে তাঁকে। দেশের সেবক হিসেবেই নিজেকে নিয়োজিত করতে চলেছেন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ১০৬ টিএ ব্য়াটেলিয়নের (প্য়ারা) হয়ে ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট কাশ্মীর উপত্য়কায় পোস্টিং হচ্ছেন মাহি। সেনার সদর দফতর  অনুমোদনেই তাঁকে পেট্রোলিং, গার্ড এবং পোস্ট ডিউটি দেওয়া হয়েছে।

cricket MS DHONI