/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/dhawan_warner.jpg)
নিপীড়িত ধাওয়ান, সহমর্মিতায় ওয়ার্নার
করোনার দাপটে বিশ্বজুড়ে সমস্ত স্পোর্টিং ইভেন্ট হয় পিছিয়ে গেছে, নয় বাতিল হয়ে গেছে। ক্রিকেটও ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী ঘরবন্দি হয়ে রয়েছেন তারকা ক্রিকেটাররা। ভারতেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে একুশ দিনের লকডাউন। বাইশ গজের তারকাদের নানা উপায় বের করতে হচ্ছে ঘরবন্দি অবস্থায় সময় কাটানোর।
Life after one week at home.
Reality hits hard ???? #AeshaDhawan@BoatNirvana#boAtheadStayINsane ???????? pic.twitter.com/ZTM2IhGV3c— Shikhar Dhawan (@SDhawan25) March 24, 2020
শিখর ধাওয়ানের ঘরবন্দি দশা অবশ্য তেমন সুখে কাটছে না! ভারতীয় ক্রিকেটের 'গব্বর' টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে শিখরকে কাপড় কাচতে এবং বাথরুম পরিষ্কার করতে দেখা যাচ্ছে। এবং পুরোটাই ঘটছে স্ত্রী আয়েশার নজরদারিতে। নেপথ্যে শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে চালানো হয় এমন একটি মজার গান। ভিডিওটি শেয়ার করে ধাওয়ান লিখেছেন, "এক সপ্তাহ ঘরে কাটানোর পরের অবস্থা! বাস্তব বড় কঠিন!"
I hear you ???????????? @SDhawan25https://t.co/lnPParxBft
— David Warner (@davidwarner31) March 24, 2020
ধাওয়ানের টুইটে সহাস্য প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। যিনি লিখেছেন, "আমি বেশ বুঝতে পারছি তোমার কথা!" ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবিও 'স্মাইলি' দিয়েছেন ধাওয়ানের মজার টুইটে।