Advertisment

কোহলি, রোহিতদের রানসংখ্যা ছুয়ে ফেলার মুখে ধাওয়ান

বিরাট কোহলি, রোহি, শর্মার মতো টি টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে সাত হাজার রানের মালিক হয়ে যাবেন ধাওয়ান। আর মাত্র ৪ রান করলেই নয়া মাইলফলকে পৌঁছবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
shikhar dhawan

নতুন রেকর্ডের সামনে ধাওয়ান (টুইটার)

আর মাত্র ৪ রান। তারপরেই কোহলি, রোহিত শর্মার মতো টিম ইন্ডিয়ার সতীর্থ তারকাদের ছুঁয়ে ফেলবেন শিখর ধাওয়ান। ধাওয়ানের টি টোয়েন্টিতে রানসংখ্যা ৬৯৯৬ রান। টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে তিন ভারতীয় ৭০০০-এর এলিট ক্লাবে পৌঁছেছেন। সুরেশ রায়নার পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অনেকদিন এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। এবার সেই লক্ষ্যে পৌঁছবেন টিম ইন্ডিয়ার গব্বরও।

Advertisment

বিশ্বকাপের পর থেকে মোটেই চেনা ছন্দে নেই ধাওয়ান। ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেভিড মিলার অবিশ্বাস্য ক্যাচে ধাওয়ানকে ফেরত পাঠানোর আগে ৩১ বলে ৪০ রান করে যান তিনি। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে তুলে ভারতের জয় অনেকটাই সহজ করে দিয়েছিলেন তিনি। ধাওয়ান আউট হয়ে গেলেও বিরাট ৭২ রান করে এক ওভার বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

আরও পড়ুন ভিডিও দেখুন: বিমানে কবিতা পাঠ করছেন গব্বর, লুকিয়ে ভিডিও তুললেন হিটম্য়ান

যাইহোক, চতুর্থ ভারতীয় হিসেবে টিটোয়েন্টি-তে ৭ হাজারি ক্লাবের বাসিন্দা হয়ে যাবেন তিনি। সবমিলিয়ে ১৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়বেন তিনি। কোহলির বর্তমান টি২০ রানসংখ্যা ৮৫৪৭। অন্যদিকে রোহিত শর্মার ঝুলিতে ৮৩০৩ রান। সুরেশ রায়না বেশ কয়েকবছর হল জাতীয় দলের নিয়মিত সদস্য নয়। তিনিও টি টোয়েন্টিতে ৮৩৯২ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি২০ ম্যাচ খেলতে রবিবারেই বেঙ্গালুরুতে নামছে টিম ইন্ডিয়া। সেখানে ৪ রান তুলতে সমস্যা হওয়ার কথা নয় ধাওয়ানের। টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের মঞ্চেই গব্বরের নতুন নজিরে পৌঁছতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

Virat Kohli Rohit Sharma
Advertisment