Advertisment

ছিটকে গেলেন ধাওয়ান, দলে এলেন সনজু , মুম্বইতে সফল অস্ত্রোপচার ঋদ্ধির

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। প্রত্য়াশা মতো দলে এলেন কেরলের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান সনজু স্যামসন। বুধবার টুইট করে এমনটাই জানিয়ে দিল বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
shikhar Dhawan ruled out of T20I series; Wriddhiman Saha undergoes surgery

ছিটকে গেলেন ধাওয়ান, দলে এলেন সনজু , মুম্বইতে সফল অস্ত্রোপচার ঋদ্ধির (ছবি-টুইটার, বিসিসিআই)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। প্রত্য়াশা মতো দলে এলেন কেরলের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান সনজু স্যামসন। বুধবার টুইট করে এমনটাই জানিয়ে দিল বিসিসিআই।

Advertisment

গত সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে গিয়ে ধাওয়ান তাঁর বাঁ হাটুতে চোট পেয়েছেন। দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম সুপার লিগের ম্য়াচে স্ট্রেচ করতে গিয়ে ধাওয়ানের হাঁটুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-Windies T20I Series: ফের চোট শিখর ধাওয়ানের, দলে আসতে পারেন সনজু স্য়ামসন

বিসিসিআই মেডিক্য়াল টিম ধাওয়ানের চোট পরীক্ষা করেছে। তারা ভারতীয় দলের ওপেনারকে পরামর্শ দিয়েছে সেলাই শুকানো পর্যন্ত অপেক্ষা করতে। ধাওয়ানের পরিবর্তে এখন টিমে এলেন সনজু।

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেওয়া হয়েছিল স্য়ামসনকে। কিন্তু একটি ম্য়াচেও তাঁকে খেলানো হয়নি এরপর ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হয়নি। যা দেখে ভারতীয় ফ্য়ানেরা সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। চূড়ান্ত সমালোচিত হন জাতীয় দলের নির্বাচকরা। এরপরেই ফের স্য়ামসনকে দলে নিল এমএসকে প্রসাদ অ্যান্ড কোং।

অন্য়দিকে ইডেনে দিন-রাতের টেস্ট খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর ডান আঙুলে চিড় ধরেছে। বিসিসিআই-এর তত্ত্বাবধানে মঙ্গলবার ঋদ্ধির মুম্বইতে সফল অস্ত্রোপচার হয়েছে। দ্রুতই ভারতীয় দলের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্য়াব শুরু করবেন।

তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য় ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও সনজু স্য়ামসন।

 

cricket Virat Kohli
Advertisment