ICC World Cup 2019: আঙুলের চোটের জন্য চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। ভারতীয় দলের স্টার ওপেনার আপাতত তিন সপ্তাহ মাঠের বাইরে। এমনটাই রিপোর্ট ইন্ডিয়া টুডে-র। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। ধাওয়ানের ছিটকে যাওয়া নিঃসন্দেহে কোহলির দলের জন্য বিরাট ধাক্কা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচে অনবদ্য় ফর্মে ছিলেন গব্বর। ১০৯ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ভারত ৩৫২ রান তুলেছিল স্কোরবোর্ডে। এই ম্যাচেই অজি পেসার ন্যাথান কুল্টার-নাইলের উঠে আসা ডেলিভারি তাঁর আঙুলে লাগে। মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরান ধাওয়ান। মাঠে ফিজিওর সাহায্য় নিতে হয়েছিল তাঁকে। সেদিন আর ফিল্ডিং করতে পারেনিন গব্বর। তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজা মাঠে নামেন।
আরও পড়ুন: বিষণ্ণ হৃদয়ে দেশে ফিরছেন মালিঙ্গা
মঙ্গলবার অর্থাৎ আজ ধাওয়ানের স্ক্যানের পর জানা গিয়েছে তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফলে আপাতত তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না রোহিত শর্মার পার্টনার। ধাওয়ান শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধেই নন, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না বলেই প্রাথমিক অনুমান। ধাওয়ানের পরিবর্তে কোহলি ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কেএল রাহুলকে নামাবেন। সেক্ষেত্রে ফের একবার চার নম্বর জায়গা নিয়ে নতুন করে ভাবতে হবে ভারতকে।
ধাওয়ানের পরিবর্তে কারা সুযোগ পেতে পারেন?
টিম ইন্ডিয়ার সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন আম্বাতি রায়ডু ও ঋষভ পন্থ। ধাওয়ানের পরিবর্তে তাঁদের দলে সুযোগ পাওয়ার দরজা খুলে গেল। এখন দেখার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা থাকেন!