Advertisment

এই মানুষটিই ধাওয়ানকে দিলেন ফেরার মন্ত্র

মাঠে ফিরতে মরিয়া ধাওয়ান। বুধবার টুইট করেই সেই ইঙ্গিত দিলেন তিনি। বিখ্যাত উর্দু কবি ও বলিউডের সুরকার রাহাত ইন্দোরির শায়েরি শেয়ার করলেন গব্বর। যেখানে রয়েছে ফিরে আসার গান। এখন দেখার কবে মাঠে ফেরেন ধাওয়ান!

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan tweets lines from Rahat Indori's poem after thumb injury

এই মানুষটিই ধাওয়ানকে দিলেন ফেরার মন্ত্র

এই মুহূর্তে খবরের শিরোনামে শিখর ধাওয়ান। টিম ইন্ডিয়ার স্টার ওপেনার চোট পেয়ে তিন সপ্তাহের জন্য় মাঠের বাইরে চলে গিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভারতের আপামর ক্রিকেট ফ্যানেরা। সকলেই চাইছেন ফের একবার রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামুক তিনি। আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠা নামা হবে না তাঁর।

Advertisment


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জার্সিতে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন ধাওয়ান। ১০৯ বলে ১১৭ রানের ইনিংস খেলে ভারতকে সাহায্য় করেছিলেন স্কোরবোর্ডে ৩৫২ রান তুলতে। এই ম্যাচেই ম্যাচেই অজি পেসার ন্যাথান কুল্টার-নাইলের উঠে আসা ডেলিভারি তাঁর আঙুলে লাগে। মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরান ধাওয়ান। মাঠে ফিজিওর সাহায্য় নিতে হয়েছিল তাঁকে। সেদিন আর ফিল্ডিং করতে পারেনিন গব্বর। তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজা মাঠে নামেন।

আরও পড়ুন: পন্থকে ডাকা হল লন্ডনে, থাকছেন ধাওয়ানও! তবু অনিশ্চিত ঋষভ

পরে স্ক্যান রিপোর্টে জানা যায়, গব্বরের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী জায়গার হাড়ে চিড় ধরেছে। আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই রয়েছেন পাঞ্জাব পুত্তর।

মাঠে ফিরতে মরিয়া ধাওয়ান। বুধবার টুইট করেই সেই ইঙ্গিত দিলেন তিনি। বিখ্যাত উর্দু কবি ও বলিউডের সুরকার রাহাত ইন্দোরির শায়েরি শেয়ার করলেন গব্বর। যেখানে রয়েছে ফিরে আসার গান। এখন দেখার কবে মাঠে ফেরেন ধাওয়ান!

BCCI Cricket World Cup
Advertisment