New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/17/shivam-dube-wife-2025-07-17-12-23-59.jpg)
Shivam Dube Anniversary: ২০২১ সালে শিবম দুবে এবং অঞ্জুম খান হিন্দু-মুসলিম রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
Anjum Khan Shivam Dube: সম্প্রতি তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উপলক্ষে শিবম দুবে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যার মধ্যে একটি বেডরুমের ছবিও রয়েছে।
Shivam Dube Anniversary: ২০২১ সালে শিবম দুবে এবং অঞ্জুম খান হিন্দু-মুসলিম রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
Shivam Dube bedroom photo: টিম ইন্ডিয়ার তারকা শিবম দুবে (Shivam Dube) এবং তাঁর স্ত্রী অঞ্জুম খান একসময় ইন্টার কাস্ট বিয়ের কারণে অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন। সমাজের নানা কথা, নানা মন্তব্য সত্ত্বেও তাঁরা একসঙ্গে থেকে আজ নিজেদের পরিবারে দারুণ সুখে আছেন। বিয়ের চার বছর পর তাঁদের জীবন এখন অনেক পরিপূর্ণ। তাঁরা দুই সন্তানের অভিভাবক।
সম্প্রতি তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উপলক্ষে শিবম দুবে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যার মধ্যে একটি বেডরুমের ছবিও রয়েছে। ভিডিওতে শিবম ও অঞ্জুম একসঙ্গে বিছানায় শুয়ে আছেন এবং পিছনে একটি মজার ডায়লগ বাজছে, যাতে অঞ্জুম লিপসিং করছেন। ডায়লগটি এমন, "আমরা ভাবছিলাম দু’জনে মিলে পুরো দুনিয়ার সঙ্গে লড়ব, কিন্তু নিজেদের ঝগড়াই শেষ হচ্ছে না।" এরপর ভিডিওতে দেখা যায় দু’জনে একে অপরের চুল ধরে টানাটানি করছেন এবং সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে হাসির আওয়াজ শোনা যায়।
একটি ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে খাটে বসে বিবাহবার্ষিকীর কেক হাতে নিয়ে। আরেকটি ছবিতে তাঁরা কোথাও ঘুরতে গেছেন, সম্ভবত একটি রেলওয়ে স্টেশনে, যেখানে ব্যাকগ্রাউন্ডে "Love Dale" লেখা রয়েছে।
আরও পড়ুন ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল বাবার, এখন বিলাসবহুল বাড়িতে থাকেন টিম ইন্ডিয়ার তারকা
২০২১ সালে শিবম দুবে এবং অঞ্জুম খান হিন্দু-মুসলিম রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের শুরুতেই তাঁদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটে। এর আগে তাঁদের একটি পুত্রসন্তান ছিল। শিবম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, এখন আমরা চার জন।” পরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মেয়ের নামও জানান, “মেয়ে হয়েছে... আমাদের পরিবার এখন চার জনের। সবাই অনুগ্রহ করে মেহবিশ শিবম দুবেকে স্বাগত জানান।”
আজ শিবম ও অঞ্জুম প্রমাণ করে দিয়েছেন যে ভালবাসা, বোঝাপড়া আর বিশ্বাস থাকলে সমাজের বাধা পেরিয়ে সুখী জীবন গড়ে তোলা সম্ভব।