এক ওভারে দিলেন ৩৪ রান। তা-ও আবার টি২০তে। ভারত নিউজিল্যান্ডকে রবিবারেই ৫-০ হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে। বিরাট কোহলি ছিলেন না। ফিল্ডিংয়ের সময় রোহিতও ছিলেন না। তা সত্ত্বেও ভারতের জয় আটকায়নি। ৭ রানে কিউয়িদের শেষ ম্যাচেও হারিয়েছে ভারত।
আর দুধে একফোঁটা চোনা ফেলে দেওয়ার মতোই কীর্তি করলেন শিবম দুবে। ভারতের ১৬৩ রানের জবাবে ব্যাট করছিলেন রস টেলর এবং টিম সেইফার্ট। দশম ওভারে দুই কিউয়ি ব্যাটসম্যান শিবমকে বারেবারে মাঠের বাইরে ফেললেন।
নিউজিল্যান্ড ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। কিউয়িদের ম্যাচে ফেরানোর জন্য লড়াই চালাচ্ছিলেন টেলর-সেইফার্ট। তবে দশম ওভারেই খেলা প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন দুবে। সেই ওভারে শিবমকে পরপর দু-বলে জোড়া ছক্কা হাকিয়ে রিংটোন সেট করে দিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের উইকেটকিপার ব্যাটসম্যান। তারপরের বলে বাউন্ডারি! ৩ বলে ১৬ রান তুলে ফেলার পরে চতুর্থ বলে সিঙ্গলস নিয়ে স্ট্রাইকিং এন্ডে গিয়েছিলেন টেলর।
তবে দুবের পঞ্চম বলটাই ছিল নো বল। সেই বলে বাউন্ডারি মেরেছিলেন টেলর। শেষ দু-বলে এবার পরপর ছক্কা হাকিয়ে সেই ওভারে আরও লজ্জা উপহার দেন শিবম দুবেকে।
টি২০তে এর আগে কোনও ভারতীয় বোলার এক ওভারে এত রান খরচ করেননি। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই স্টুয়ার্ট বিনি লডারহিলে ৩২ রান বিলিয়েছিলেন। লজ্জার এই তালিকায় তিন নম্বর স্থান সুরেশ রায়নার। জোবার্গে ২০১২ সালে বোলিং করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের বিরুদ্ধে ২৬ রান খরচ করেছিলেন রায়না।
যদিও এই রান বিলিয়েও লাভ হয়নি। নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যানকে পরে ফিরিয়ে দেন নভদীপ সাইনি। সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউয়িরা।
ভারতের জার্সিতে বেশ কয়েকমাস ধরেই খেলছেন শিবম দুবে। যদিও এখনও জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি দুবে। এদিনও তিনি ব্যর্থ হয়েছেন। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে এসেছেন তিনি। পন্থের সঙ্গে চাপে রয়েছেন তিনিও।