করোনাভাইরাসের থাবায় ক্ষতবিক্ষত দুই দেশই, কিন্তু এই আবহেও বজায় সেই 'ভারত-পাক' মেজাজ। করোনা মোকাবিলায় ভারত-পাকিস্তানের চ্যারিটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। সংগৃহীত অর্থ করোনা ত্রাণে দুই দেশের মধ্যে ভাগ করার কথাও বলেছিলেন তিনি। শোয়েব আখতারের সেই প্রস্তাব উড়িয়ে কপিল দেব সাফ জানান ভারতের এই অর্থের কোনো প্রয়োজন নেই। এরপরই কপিলের মন্তব্যকে কটাক্ষ করেন পাক পেসার শোয়েব আখতার।
করোনা সংকট থেকে উদ্ধার পেতে আখতারের প্রস্তাব ছিল, “তিনটি ওডিআইয়ের সিরিজ খেলা হোক। এই প্রথমবার খেলার ফলাফল নিয়ে কোনো দলের সমর্থকই হতাশ হবে না। তবে আমরা কেবল প্রস্তাব দিতে পারি। বাকিটা দেখার দায়িত্ব দুই দেশের সরকারের।” শোয়েব আরও বলেছিলেন, “যদি বিরাট কোহলি সেঞ্চুরি হাকায় আমরা খুশি হবো। বাবর আজম শতরান করলে ইন্ডিয়া খুশি হবে। দুই দেশই দুই দেশের জন্য খেলবে। এই ম্যাচ থেকে যে অর্থ উঠবে তা দুই দেশের সরকার করোনা মোকাবিলায় ভাগ করে নিক। গোটা বিশ্ব এই ম্যাচ দেখবে। এই ম্যাচের মাধ্যমে অনেক অর্থ সংগ্রহ করা সম্ভব। কঠিন পরিস্থিতিতে দেশের চরিত্র এতে প্রকাশ পাবে।”
যদিও শোয়েব আখতারের এই প্রস্তাব সরাসরি নাকচ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি সাফ জানিয়ে দেন, “বিসিসিআই মোটা অংকের টাকা দান করেছে। প্রয়োজন হলে আরো অর্থ দান করার মতো অবস্থায় রয়েছে। ত্রাণের জন্য ম্যাচ খেলার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট খেলা ঠিক শুরু করা যাবে। দেশের থেকে খেলা বড় হতে পারে না। বর্তমান অবস্থায় যারা এই যুদ্ধে সামনের সারিতে রয়েছে, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং দরিদ্রদের কথা ভাবতে হবে।”
কপিলের এই মন্তব্যর পরই সংবাদসংস্থা পিটিআইকে শোয়েব আখতার বলেন, "আমার মনে হয় যে আমি যেটা বলতে চেয়েছি সেটা কপিলভাই বুঝতে পেরেছে। তবে ওনার টাকার প্রয়োজন নেই ঠিকই, বাকিদের আছে। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। উনি খুব ভালো মানুষ। উনি খুবই যত্নবান মানুষ। পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন