Advertisment

অবসর নেওয়ায় মহম্মদ আমিরকে ধুয়ে দিলেন আক্রম-আখতার

২৪ ঘণ্টাও হয়নি আমির ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে গুডবাই বলেছেন। আর তারমধ্য়েই আমিরের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন তাঁর দেশের প্রাক্তন দুই কিংবদন্তি ফাস্টবোলার-ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার।

author-image
IE Bangla Web Desk
New Update
Shoaib Akhtar and Wasim Akram Rips Apart Mohammad Amir

অবসর নেওয়ায় মহম্মদ আমিরকে ধুয়ে দিলেন আক্রম-আখতার

আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মহম্মদ আমির। ওয়ানডে এবং টি-২০ ফর্ম্য়াটে নিজেকে ফিট রাখার জন্য়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার। শেষ ২৪ ঘণ্টাও হয়নি আমির ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে গুডবাই বলেছেন। আর তারমধ্য়েই আমিরের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন তাঁর দেশের প্রাক্তন দুই কিংবদন্তি ফাস্টবোলার-ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার। তাঁরা টেস্ট ক্রিকেট থেকে আমিরের সরে আসার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

Advertisment

সুলতান অফ সুইং টুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। আক্রম টুইটারে লিখেছেন, "আমিরের টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণায় চমকে গিয়েছি আমি। ওর এখন ২৭-২৮ বছর বয়স। এটাই টেস্ট ক্রিকেটের সেরা সময়। অস্ট্রেলিয়া এবং ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ওকে প্রয়োজন।"

 

অন্য়দিকে আখতার তাঁর ইউটিউব চ্য়ানেলে জানিয়েছেন যে, আমিরের এই সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছে। তাঁর বক্তব্য় কেরিয়ারের শীর্ষে থেকে আমির কীভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে। তাঁর মতে এখনই আমিরের উচিত পাকিস্তানকে ফেরত দেওয়া। পাকিস্তানের টেস্টে সাম্প্রতিক ফর্ম ভাল নয়, সেই কথা ভেবেই আমিরের পাকিস্তানকে সাহায্য করা প্রয়োজন বলে মত আখতারের। তিনি নিজের উদাহরণ দিয়ে বললেন, "আমি গোড়ালিতে চোট নিয়েও ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছি। আমি পাকিস্তানের নির্বাচক হলে ওকে টি-২০ খেলতে দিতাম না। টাকা উপার্জনের সময় আসবে। কিন্তু দেশের পাশে ওকে দাঁড়াতে হবে।

Shoaib Akhtar
Advertisment