Shoaib Akhtar Controversial Statement: দেবীপক্ষে 'বধ' পাকিস্তান, ভারত জিততেই নাকেকান্না শোয়েবের!

India vs Pakistan Asia Cup 2025: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। পাকিস্তানের ওপেনিং ব্যাটার ফখর জামান শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি।

India vs Pakistan Asia Cup 2025: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। পাকিস্তানের ওপেনিং ব্যাটার ফখর জামান শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Akhtar

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস তারকা শোয়েব আখতার

India vs Pakistan: চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। পাকিস্তানের ওপেনিং ব্যাটার ফখর জামান শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার বলে তিনি উইকেটের পিছনে সঞ্জু স্য়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

Advertisment

Shubman Gill vs Shaheen Afridi: ঝামেলা পাকাতে এসেছিলেন আফ্রিদি, 'অওকাত' দেখিয়ে দিলেন শুভমানও!

এই ঘটনাকে কেন্দ্র করে বোকার মতো বিতর্ক সৃষ্টি করছে পাকিস্তান। পাকিস্তানি সমর্থকদের একাংশের ধারণা, বলটা স্যামসনের গ্লাভসে যাওয়ার আগেই মাটি স্পর্শ করেছিল। আর সেকারণে ফখর নট আউট ছিলেন। মজার ব্যাপার, এমনটা করেন পাকিস্তানের প্রাক্তন পেস তারকা শোয়েব আখতারও (Shoaib Akhtar)। তিনি তো আবার আম্পায়ারদের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ এনেছেন। স্পষ্ট জানিয়ে দেন, ফখর জামান আউট ছিলেন না।

Advertisment

Fakhar Zaman Out Controversy: আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের, উঠল 'আম্পায়ার চুর' রবও! রইল ভিডিও

ফখর জামানের আউট নিয়ে কী বললেন শোয়েব আখতার?

পাকিস্তান ক্রিকেট দলের এই পরাজয়ের পর রীতিমতো ভড়কে উঠেছেন শোয়েব আখতার। একটি টেলিভিশন চ্যানেলে তিনি আম্পায়ারিংয়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করলেন। পাশাপাশি ভুল সিদ্ধান্ত গ্রহণের অভিযোগও তোলেন তিনি। শোয়েবের কথায়, যদি ফখর ক্রিজে থাকতেন, তাহলে হয়ত পাকিস্তান এই ম্য়াচটা জিততেও পারত।

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

তাঁর কথায়, 'ফখর আউট ছিলেন না। যদি রিভিউ নেওয়ার সময় সিদ্ধান্ত গ্রহণে আম্পায়াররা দ্বিধাগ্রস্ত হন, তাহলে বেনিফিট অফ ডাউট ব্যাটারকেই দেওয়া উচিত ছিল। ওঁরা কি মিড উইকেট ক্যামেরা দিয়ে চেক করেছিলেন? গোটা মাঠে মোট ২৬ ক্যামেরা ছিল। কিন্তু, তবুও সঠিক অ্যাঙ্গল পাওয়া গেল না। সাবাস! ওঁরা দুটো অ্যাঙ্গল দেখলেন এবং আউট দিয়ে দিলেন। কে বলতে পারে, ফখর যদি উইকেটে টিকে থাকতেন, তাহলে এই ম্য়াচের ফলাফল আলাদা হতেই পারত। বর্তমানে আম্পায়ারিংয়ের মান একেবারে হাস্যকর পর্যায়ে নেমে এসেছে। বলটা স্পষ্টতই প্রথমে মাটি স্পর্শ করেছিল। বলের নীচে গ্লাভস ছিল না।'

India vs Pakistan Asia Cup 2025 Highlights: ২২ গজে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, গুঁড়িয়ে গেল পাকিস্তান

দুঃখের কথা জানালেন ওয়াসিম আক্রমও

পাকিস্তান ক্রিকেট দলের অপর এক কিংবদন্তী পেসার ওয়াসিম আক্রমের গলাতেও এই একই সুর শুনতে পাওয়া গেল। পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্য়ান্সে তিনি একেবারেই খুশি হতে পারেননি। স্পষ্ট জানিয়ে দেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই টিম ইন্ডিয়া যথেষ্ট এগিয়ে ছিল। সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, গত ৩-৪ বছরে ভারতীয় ক্রিকেট দলের পাল্লা অনেকটাই ভারী হয়ে গিয়েছে।

পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্য়ান্স দেখে তিনি হতাশা জাহির করলেন। ভারতীয় ব্যাটাররা ১৭২ রানের টার্গেট সহজেই অর্জন করে ফেলে। অভিষেক শর্মা, শুভমান গিল এবং তিলক বর্মা ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। শেষপর্যন্ত ৬ উইকেটে টিম ইন্ডিয়া এই ম্য়াচে জয়লাভ করে।

Shoaib Akhtar Pakistan Cricket Team Asia Cup 2025 India vs Pakistan