ভারতীয় ক্রিকেটের প্রশাসনের সর্বময় কর্তা এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা দেশ জুড়েই বেহালার বাঁ হাতিকে নিয়ে বন্দনা চলছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি শুভেচ্ছা বার্তা। টুইটারে এখনও 'ট্রেন্ডিং দাদা ইজ ব্যাক'। ওয়াঘার ওপার থেকেও এবার সৌরভে আস্থা জ্ঞাপন করলেন স্বয়ং শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রশংসার ডালি উপুর করে দিলেন তিনি।
সৌরভকে নিয়ে নিজের চ্যানেলে শোয়েব আখতার জানিয়ে দিলেন, "একজন ব্যক্তি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। তিনি সৌরভ। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ ক্যাপ্টেন হওয়ার আগে (৯৭-৯৮ সালের আগে) কখনও মনে হয়নি ভারতের ক্রিকেট সিস্টেম পাকিস্তানকে হারাতে পারে। ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দিয়েছিল সৌরভ। প্রতিভা তুলে আনার বিষয়ে সৌরভের যোগ্যতা প্রশ্নাতীত।"
আরও পড়ুন দাদা ইজ ব্যাক, সৌরভের জন্য প্রশংসা উপুর করছে টুইটার
ঘটনাচক্রে, কেকেআরের জার্সিতে সৌরভের ক্যাপ্টেন্সিতে কলকাতায় খেলে গিয়েছেন শোয়েব। তারকা পেসার মনে করছেন, ভারতীয় ক্রিকেটের দুঃসময় অতিক্রান্ত হয়েছিল সৌরভের হাত ধরেই। 'প্রিন্স অফ ক্যালকাটা'র মগজাস্ত্রে ভর করেই ভারত তরুণ প্রতিভাধর ক্রিকেটারদের তুলে আনতে সক্ষম হয়েছিল।
#ShoaibAkhtar talks about how #SauravGanguly as #BCCI next president is a great decision.
Watch the full video here:https://t.co/Aer3AuPRK9 pic.twitter.com/HT2YqXcGpu
— Shoaib Akhtar (@shoaib100mph) October 15, 2019
শোয়েব আখতার আরও বলেছেন, "সৌরভ একজন গ্রেট লিডার। প্রতিভা তুলে আনা বিচার্য হলে সৌরভ সততার সঙ্গে কাজ করেছে। ওঁর ক্রিকেটের বুদ্ধিও প্রখর।" শোয়েব আখতারের কথাই যেন প্রতিফলিত হয়েছে সৌরভের কথায়। মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে মনোনয়ন জমা দেওয়ার পরেই সৌরভ বলেছিলেন, রঞ্জিস্তর থেকে যাতে আরও ক্রিকেটার উঠে আসে, সেই বিষয় তিনি নিশ্চিত করবেন। প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিই তাঁর তালিকায় অগ্রাধিকার পাবে।
আরও পড়ুন সৌরভের ‘নেতৃত্বে’ ভারতীয় ক্রিকেট উন্নতি করবে, বিশ্বাস করেন লক্ষ্মণ
বোর্ড সভাপতি হলেও নয় মাসের বেশি পদে থাকতে পারবেন না মহাতারকা। লোধা কমিটির সুপারিশ মেনে ২০২০-র অগাস্টে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাঁকে। ঘটনাচক্রে, সিএবি প্রশাসনে পাঁচ বছর ধরে যুক্ত তিনি। প্রথমে সচিব হওয়ার পরে সভাপতি হয়েছিলেন। নিয়ম অনুযায়ী, একজন প্রশাসক টানা ছয় বছরের বেশি ক্রিকেট প্রশাসনে যুক্ত থাকতে পারবেন না। চলতি মাসের ২৩ তারিখেই সরকারিভাবে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন সৌরভ।