scorecardresearch

হিন্দুর রক্তে লাল হবে নদী, কাশ্মীর দখল করবে মুসলিম! ‘জেহাদি’ শোয়েবে বিতর্ক তুঙ্গে

গাজা এ হিন্দ অনুযায়ী, সিরিয়া থেকে এই যুদ্ধ শুরু হয়ে ভারতে এসে পৌঁছাবে। তারপর ভারত দখল করে ভারতবর্ষে ইসলামী শাসন কায়েম করবে ধর্মযুদ্ধের সৈনিকরা।

হিন্দুর রক্তে লাল হবে নদী, কাশ্মীর দখল করবে মুসলিম! ‘জেহাদি’ শোয়েবে বিতর্ক তুঙ্গে

‘গাজা-এ-হিন্দ’ অর্থাৎ ‘ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধ’। তার সমর্থনে এবার মুখ খুলে বিষ উগড়ে দিলেন পাকিস্তানের তারকা শোয়েব আখতার। শুক্রবার ক্রিসমাসের দিনেই শোয়েব আখতারের পুরোনো ভিডিও ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, মুসলিমরা কাশ্মীর দখল করবে। তারপর ভারত আক্রমণ করবে।

পবিত্র ধর্মগ্রন্থ হাদিথে উল্লেখ রয়েছে ‘গাজা-এ-হিন্দ’। যেখানে ইসলামিক অনুশাসন ও নীতি নৈতিকতার পাঠ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম, মাথায় হাত সিএসকের! লাভবান মুম্বই

যাইহোক, সামা টিভির এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে শোয়েব আখতার বলছেন, “আমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে গাজা এ হিন্দ ঘটবে। এবং অ্যাটক নদীর জল দুবার রক্তে লাল হয়ে যাবে। তারপর একাধিক শক্তির আবির্ভাব ঘটবে- শামাল মাসরিক, আফগানিস্তান থেকে সৈনিকরা অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে। মুসলিমরা কাশ্মীর দখল করবে আগে। তারপর আক্রমণ করবে ভারতে।”

পাকিস্তানে মৌলবাদী ধর্মগুরুরা দীর্ঘদিন ধরে এই গাজা-এ-হিন্দ-এর তত্ত্ব আউরে সন্ত্রাসী বিদ্বেষী বীজ রোপন করে থাকেন। এই তত্ত্ব অনুযায়ী, মুসলিম এবং হিন্দুদের মধ্যে এক মারাত্মক সংঘর্ষ হবে। যেখানে মুসলিমরা বিজয়ী হবে। জয়েশ এ মহম্মদ এই গাজা-এ-হিন্দ প্রচার করেই সংগঠনে লোক রিক্রুইট করে। বলা হয়ে থাকে এই ধর্মযুদ্ধে যাঁরা অংশ নেবেন তাঁরা স্বর্গে যাবেন।

এই গাজা-এ-হিন্দ অনুযায়ী, সিরিয়া থেকে এই যুদ্ধ শুরু হয়ে ভারতে এসে পৌঁছাবে। তারপর ভারত দখল করে ভারতবর্ষে ইসলামী শাসন কায়েম করবে ধর্মযুদ্ধের সৈনিকরা।

ভারতে শোয়েব আখতারের ফ্যান ফলোয়ার কম নেই। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের গুণমুগ্ধ দেশের সবাই। তাঁর মুখেই কিনা এবার কুশিক্ষার পরিচয়!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Shoaib akhtar ghazwa e hind kashmir hindu muslim battle