সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনা চূড়ান্ত! এর মধ্যেই ইন্সটা-বায়োতে বম্বশেল শোয়েবের, নড়ে গেল দুনিয়া

দুজনের বিচ্ছেদের জল্পনার মধ্যেই একী লিখলেন শোয়েব-সানিয়া

দুজনের বিচ্ছেদের জল্পনার মধ্যেই একী লিখলেন শোয়েব-সানিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দুজনের বিচ্ছেদের জল্পনা শেষ হওয়ার নয়। গত কয়েক সপ্তাহে শোয়েব মালিক-সানিয়া মির্জার বিচ্ছেদের জল্পনা মুহূর্মুহু বেড়েছে। বেশ কিছু প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, তারকা দম্পতি শীঘ্রই নিজেদের ঘর ভাঙতে চলেছেন। শোয়েবের দুবাইয়ে যে বাড়ি ছিল পাম জুমেইরাতে, সেই বাসভবন নাকি ছেড়ে গিয়েছেন সানিয়া।

Advertisment

এমন জ্বলজ্বলে বিচ্ছেদের জল্পনার মধ্যেই শোয়েবের নতুন ইন্সটাগ্রাম বায়ো সকলের দৃষ্টি আকর্ষণ করে নিল। ২ মিলিয়ন ফলোয়ার সমেত শোয়েব মালিকের বায়োতে লেখা রয়েছে, "ক্রীড়াবিদ। একজন সুপার ওমানের স্বামী। প্রকৃত আশীর্বাদের মত এক সন্তানের জনক।"

publive-image

Advertisment

তারকা দম্পতি শিগগিরই নিজেদের মির্জা-মালিক টিভি শো চালু করতে চলেছেন। রবিবারই যাঁর টিজার সামনে আনা হয়েছে। যে শোয়ের বিষয়ে বলা হচ্ছে, 'মিউজিক্যাল সেলিব্রিটি টক শো'।

যে শোয়ের ক্লিপ দেখে দুজনের দাম্পত্য সমস্যা নিয়ে দর্শকদের আরও অবাক করেছে। দম্পতিকে দেখা যাচ্ছে হুমায়ন সাঈদ, ফাহাদ মুস্তাফা, আদনান সিদ্দিকি, ওয়াসিম বাদামির মত অভিনেতাদের হোস্ট করছেন।

সেই টিজার যদিও সানিয়ার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়নি। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী যদিও লিখেছেন, "আমার মনে হয়, দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে। তা সত্ত্বেও চুক্তির শর্ত অনুযায়ী তাঁরা এই শোয়ের হোস্ট হয়েছেন যৌথভাবে। কত ছবি পোস্ট করছেন সানিয়া। তবে একটাও ছবিতেও শোয়েব নেই।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব মালিক নিজেদের বিচ্ছেদের জল্পনা নিয়ে বলেছেন, গোটা ঘটনাই তাঁদের ব্যক্তিগত বিষয়। তিনি আরও জানান, তিনি অথবা সানিয়া কেউই ডিভোর্স সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন না। সংবাদমাধ্যমকে তাঁদের ব্যক্তিগত জীবনে স্পেস দেওয়ারও অনুরোধ করেন শোয়েব।

Pakistan Cricket Sania Mirza Shoaib Malik