হাঁটা হোক, বা বোলিং মার্ক থেকে দৌঁড়নো হোক! রান আপ, একশন, উইকেটের সেলিব্রেশন, চুল- সব একদম হুবহু একই। দেখে মনেই হতে পারে শোয়েব আখতার বুঝি। তবে একেবারেই না।
পাক স্পিডস্টারকে নকল করেই বিখ্যাত হয়ে উঠেছেন ওমানের মহম্মদ ইমরান। সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতার-বেশী মহম্মদ ইমরান আপাতত ঝড় তুলে দিয়েছেন। পাক সুপারস্টারকে অবিকল নকল করে শিরোনামে ইমরান।
সম্প্রতি পাক সাংবাদিক সাজ সাদিক টুইটারে ইমরানের ভিডিও শেয়ার করেন। লেখেন, "ওমানের মহম্মদ ইমরান কেবলমাত্র শোয়েব আখতারের মতই দেখতে নন, বোলিং একশনও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-এর মত।
যে ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে, তা হল ওমানের ডি২০ লিগে আজাইব ইলেভেন বনাম দরসৈট টাইটান্স-এর। ক্রিকেটে হাতেখড়ি হওয়ার পর থেকেই শোয়েবের বোলিং একশন নকল করছেন ইমরান।
গতির দুনিয়ায় কিংবদন্তি শোয়েব আখতার। ২০০২-এ ক্রিকেট ইতিহাসের প্ৰথম বোলার হিসাবে ১০০ মাইল গতি ছোঁওয়ার কীর্তি গড়েন পাক তারকা।