মহম্মদ শামির ভূয়সী প্রশংসা করলেন শোয়েব আখতার। বিশাখাপত্তনমে শামির পাঁচ উইকেটে ভর করে গত রবিবার ভারত দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে ২০৩ রানে হারিয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ফাস্টবোলার তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন যে, ফোন করে শামি তাঁর পরামর্শ নিয়েছে।
নিউজিল্য়ান্ডের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই ভারত ছিটকে গিয়েছিল। সেসময় শামির মন মেজাজ ভাল ছিল না। নিজের পারফরম্য়ান্সে খুশি হতে পারেননি ভারতের স্টার ফাস্টবোলার। তখনই তিনি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের শরণাপন্ন হয়েছিলেন। শোয়েব তাঁকে টিপস দেন। কিন্তু আখতারের একটাই আক্ষেপ যে, ভারতীয় বোলাররা তাঁর পরামর্শ চাইলেও পাকিস্তানের কোনও ফাস্টবোলার শোয়েবের সঙ্গে যোগাযোগ করেন না।
-->
আরও পড়ুন: আইস বাথ, নতুন টি-শার্টেই প্রচণ্ড গরমেও ‘ফাইভ’স্টার পারফরম্য়ান্স শামির
-->
আখতার নিজের ইউটিউব চ্য়ানেলে বললেন, "ভারতের বিশ্বকাপ ব্য়র্থতার পরেই শামি আমাকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিল। ও বলেছিল দেশের হয়ে ভাল করতে পারেনি। আমি ওকে বলেছিলাম হতাশ না হয়ে নিজের ফিটনেসটা বজায় রাখতে। আমি ওকে বলেছিলাম, তোমাকে একজন পুরোপুরি ফাস্টবোলার হতে হবে। শামির হাতে রিভার্স সুইং আছে। উপ মহাদেশে যেটা ভাবাই যায় না। ও কিং অফ রিভার্স সুইং হতে পারে। শামি বিশাখাপত্তনমের পাটা পিচে কী বলটাই না করল! ওর জন্য় আমি খুশি। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে, ভারতের বোলাররা তাদের পারফরম্য়ান্সের উন্নতি করার জন্য় আমার পরামর্শ নেয়। অথচ পাকিস্তানের ফাস্ট বোলাররা করে না সেটা। দেশের কথা ভেবে খারাপ লাগে।"