আর্চারকে এক হাত নিলেন আখতার, বললেন ব্রিটিশ পেসারের সৌজন্য়বোধ নেই

স্টিভ স্মিথকে সৌজন্য় না-দেখানোর জন্য় জোফ্রা আর্চারকে ধুয়ে দিলেন শোয়েব আখতার। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার এক হাত নিলেন ব্রিটিশ পেসারকে। এই আর্চারের বাউন্সারেই বড় রকমের বিপদ হয়ে যেতে পারত স্মিথের।

স্টিভ স্মিথকে সৌজন্য় না-দেখানোর জন্য় জোফ্রা আর্চারকে ধুয়ে দিলেন শোয়েব আখতার। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার এক হাত নিলেন ব্রিটিশ পেসারকে। এই আর্চারের বাউন্সারেই বড় রকমের বিপদ হয়ে যেতে পারত স্মিথের।

author-image
IE Bangla Web Desk
New Update
Shoaib Akhtar slams Jofra Archer for not showing courtsey

আর্চারকে এক হাত নিলেন আখতার, বললেন ব্রিটিশ পেসারের সৌজন্য়বোধ নেই

স্টিভ স্মিথকে সৌজন্য় না-দেখানোর জন্য় জোফ্রা আর্চারকে ধুয়ে দিলেন শোয়েব আখতার। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার এক হাত নিলেন ব্রিটিশ পেসারকে। এই আর্চারের বাউন্সারেই বড় রকমের বিপদ হয়ে যেতে পারত স্মিথের।

Advertisment

 

বলতে গেলে লর্ডস টেস্টে কপাল জোরেই বেঁচে গিয়েছেন স্মিথ। ঘণ্টায় ১৪৮.৭ কিলোমিটার বেগে আর্চার বাউন্সারে দিয়েছিলেন স্মিথকে। বলের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন অজি ক্য়াপ্টেন। যন্ত্রণায় কাতর স্মিথ দীর্ঘক্ষণ মাঠেই শুয়ে ছিলেন। অনান্য় ব্রিটিশ ক্রিকেটার স্মিথের পাশে এসে তাঁর দেখভাল শুরু করে দেন। কিন্তু আর্চার আসেননি একবারের জন্য়ও। আর এটা দেখেই বেজায় চটেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

আরও পড়ুন: স্মিথের ঘটনার পর হেলমেটের বদল বাধ্য়তামূলক হলে অবাক হবেন না ল্য়াঙ্গার

Advertisment


রবিবার দুপুরে টুইটারে আখতার লেখেন, "বাউন্সার খেলারই অঙ্গ। কিন্তু যখন কোনও বোলার ব্যাটসম্য়ানকে মাথার ওপর বাউন্সার দেয়, আর সে যদি সেই বলের আঘাতে পড়ে যায়, তাহলে বোলারের অবশ্য়ই তাঁর কাছে যাওয়া উচিত। একটা সৌজন্য়ে বোধের প্রয়োজন। আর্চার এটা মোটেই ভাল করেনি। যখন স্মিথ যন্ত্রণায় কাতরাচ্ছিল ও তখন সরে এসেছিল। আমি এসব ক্ষেত্রে সবসময় ব্য়াটসম্য়ানের কাছে ছুটে যেতাম।"

Australia Shoaib Akhtar England