Advertisment

ICC Cricket World Cup 2019: "সরফরাজের মতো মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে," তোপ শোয়েবের

হতশ্রী হারের পর সমালোচনায় বিদ্ধ পাক দল। এবার পাক অধিনায়ককে একহাত নিলেন সেদেশের প্রাক্তন কিংবদন্তি স্পিডস্টার শোয়েব আখতার। সরফরাজ আহমেদকে ধুয়ে দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Shoaib Akhtar tears apart Pakistan captain Sarfaraz Ahmed but backs team to bounce back

"সরফরাজের মতো মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে," তোপ শোয়েবের

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হতশ্রী পারফরম্যান্স পাকিস্তানের। শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সাত উইকেটে হারতে হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তানকে।  সমালোচনায় বিদ্ধ পাক দল। এবার সরফরাজকে একহাত নিলেন সেদেশের প্রাক্তন কিংবদন্তি স্পিডস্টার শোয়েব আখতার। সরফরাজকে ধুয়ে দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

Advertisment

পাক সাংবাদিক সাজ সাদিক টুইট করেছেন ম্যাচের পর শোয়েবের প্রতিক্রিয়া। শোয়েব জানিয়েছেন, "সরফরাজ যখন টস করতে এল তখনই দেখেছি ওর পেটে বেরিয়ে আসছে। আর মুখটাও অত্যন্ত মোটা লাগছে। আমি এরকম আনফিট ক্য়াপ্টেন এই প্রথম দেখলাম। ওতো নড়তে-চড়তেই পারছে না। উইকেট কিপিং করতে গিয়ে ধুঁকছিল।" শোয়েব তাঁর নিজের টুইটার হ্যান্ডেল থেকে ম্যাচের পর লিখেছিলেন, "বাকরুদ্ধ"। তারপর যদিও শোয়েব দ্বিতীয় টুইটে পাকিস্তানের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। গতির জাদুকর লিখলেন, "খেলা শেষ হয়ে গিয়েছে। আমার আবেগ আর ভাবনা থেকেই বলছি। ছেলেগুলোকে সমর্থন করতে হবে। ওরা আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। পুরো বিশ্বকাপেই আমাদের সমর্থন প্রয়োজন ওদের।"

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: শুরুতেই সরফরাজদের মাথা হেঁট, দেখে নিন ক্রিকেটে পাকিস্তানের লজ্জার ইতিহাস

অন্যদিকে সরফরাজ ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে বলেছেন, "আমরা এই ম্য়াচটি ভুলে যেতে চাই। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাদের হাতে আরও আটটি ম্যাচ রয়েছে। দলের ওপর পুরো আস্থা রয়েছে। আমরা ভাল পারফর্ম করবই।"

pakistan West Indies Cricket World Cup
Advertisment