ICC Cricket World Cup 2019: পাকিস্তানকে চাঙ্গা করতে গিয়ে নিজে বিতর্ক ডেকে আনলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি স্পিডস্টারকে ট্রোল করলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হতশ্রী পারফরম্যান্স দিয়েছে পাকিস্তান। গত শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সাত উইকেটে হারতে হয়েছে সরফরাজ আহমেদের দলকে। সমালোচনায় বিদ্ধ হয়েছিল পাক দল। সরফরাজকে একহাত নিয়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তিনি বলেছিলেন, "“সরফরাজ যখন টস করতে এল তখনই দেখেছি ওর পেটে বেরিয়ে আসছে। আর মুখটাও অত্যন্ত মোটা লাগছে। আমি এরকম আনফিট ক্য়াপ্টেন এই প্রথম দেখলাম। ওতো নড়তে-চড়তেই পারছে না। উইকেট কিপিং করতে গিয়ে ধুঁকছিল।” যদিও শোয়েব পরে নিজের আবেগকে সংযত করে টুইটারে লিখেছিলেন, "ছেলেগুলোকে সমর্থন করতে হবে। ওরা আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। পুরো বিশ্বকাপেই আমাদের সমর্থন প্রয়োজন ওদের।”
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: “সরফরাজের মতো মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে,” তোপ শোয়েবের
আখতার এবার পাকিস্তানের মনোবল চাঙ্গা করতে টুইটারে নিজের একটা খেলোয়ড় জীবেনর ছবি পোস্ট করলেন। সেখানে দেখা যাচ্ছে কেভিন পিটারসনেকে আউট করার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শোয়েব এই ছবি দিয়ে লিখেছেন, "রক্ত, ঘাম, আগ্রাসন, হৃদস্পন্দন আর একটু বদমাইশি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এগুলোই লাগে। তোমার বুকের ওই তারাই তোমার গর্ব। লড়ে যাও, দারুণ খেলতে হবে।" আখতারের এই টুইট দেখার পরেই কেপি লেখেন, "বন্ধু আমি এই টুইট নিয়ে কোনও তর্ক করতে চাই না। কিন্তু সেবার তোমার বলে পিটিয়েই সেঞ্চুরি করেছিলাম। যাই হোক তোমার সেলিব্রেশনের প্যাশনটা ভাল লাগছে।" এই টুইটের পরেই আখতার পাল্টা লেখেন, "বন্ধু তুমি দারুণ একটা শক্তি। কিন্তু তোমাকে আউট করার পর চিকেন ডান্স করতে ভাললাগত।"