Advertisment

Shoaib Malik-Sania Mirza : তিন তালাকের আগেই তিন নম্বর বিয়ে! সানিয়ার সঙ্গে বিবাহিত জীবনেও শোয়েব জড়িয়েছেন পরপর পরকীয়ায়

Shoaib Malik marries Pakistani actress Sana Javed Sania Mirza divorce rumour: বেশ কয়েক বছর ধরেই সম্পর্কের জল্পনা নিয়ে উত্তাল হয়েছে দুই দেশের প্রচারমাধ্যম। দুজনের প্রত্যেক গতিবিধি, সোশ্যাল-মিডিয়া পোস্ট ছানবিন করা হয়েছে। চেলে ফেলা হয়েছে সম্পর্কের চালুনিতে। কখনও শোয়েব, কখনও আবার সানিয়া সোশ্যাল মিডিয়ায় এই মিডিয়ার বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
Shoaib Malik marries,Shoaib Malik sania mirza,Shoaib Malik sana javed

Shoaib Malik marries Sana Javed: সানিয়াকে ডিভোর্সের আগেই নতুন বিয়ে শোয়েবের (শোয়েব মালিক/সানিয়া মির্জা টুইটার)

Shoaib Malik marriage and divorce speculation with Sania Mirza: ২০১০-এ বিয়ে। রাজকীয় বিয়ে। সেই বিয়ের খুঁটিনাটি জানতে হামলে পড়েছিল ভারত-পাকিস্তান- দুই দেশের মিডিয়া। হবে নাই বা কেন, একজন তখন ভারতীয় টেনিসকে বিশ্বের সর্বোত্তম মঞ্চে নিয়ে গিয়েছেন। প্ৰথমে সিঙ্গলস, তারপর ডাবলস-মিক্সড ডাবলসে একের পর এক গ্র্যান্ড স্ল্যামে কীর্তি গড়ার বীজ বুনছেন। অন্যজন, পাকিস্তান ক্রিকেটের ব্লু আইড বয়। সীমিত ওভারের ক্রিকেটে ভরসার অন্য নাম- ব্যাটে-বলে উভয়েই।

Advertisment

শোয়েব মালিক-সানিয়া মির্জার বিয়েতে চিরচেনা আত্মীয়তায় বাঁধা পড়েছিল দুই দেশ-ই।

তারপর কেটে গিয়েছে ১৩ টা বছর। গঙ্গা-সিন্ধু-যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক স্রোত। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গড়িয়েছে ভারত-পাক সেলেব দম্পতির সম্পর্ক।

শনিবার সাত-সকালে শোয়েব যখন নিজের ইন্সটা-প্রোফাইলে ঘোষণা করলেন, তাঁর নতুন স্ত্রীর নাম সানা জাভেদ। একটা অধ্যায়ের যেন অবসান ঘটল। ফুলস্টপ পড়ল সেই রূপকথার বিয়ে।

বেশ কয়েক বছর ধরেই সম্পর্কের জল্পনা নিয়ে উত্তাল হয়েছে দুই দেশের প্রচারমাধ্যম। দুজনের প্রত্যেক গতিবিধি, সোশ্যাল-মিডিয়া পোস্ট ছানবিন করা হয়েছে। চেলে ফেলা হয়েছে সম্পর্কের চালুনিতে। কখনও শোয়েব, কখনও আবার সানিয়া সোশ্যাল মিডিয়ায় এই মিডিয়ার বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন। তবে শনিবার পর সেই জল্পনার মিটে গেল এক লহমায়।

২০১০-এ শোয়েবের সঙ্গে বিয়ের আগে সানিয়া কার্যত বিয়ে সেরেই ফেলেছিলেন হায়দরাবাদেরই ব্যবসায়ী সোহরাব মির্জার সঙ্গে। বাগদান-ও হয়ে যায়। হায়দরাবাদের অগাধ পয়সাওয়ালা সুপার বেকারির মালিকের সন্তানের সঙ্গে সানিয়ার বিয়ে যখন প্রায় পাকা, সেই সময়েই এন্ট্রি নিয়ে বিয়ে করে নেন শোয়েব মালিক। অনেকটা ফিল্মি কায়দায়।

শোয়েব মালিক নিজেকে সেই সময় অবিবাহিত দাবি করলেও পাক সংবাদমাধ্যমই জানিয়েছিল, শোয়েব গোপনে বিয়ে করেছেন পাকিস্তানের আয়েশা সিদ্দিকির সঙ্গে। যদিও তীব্র আপত্তি সহ সেবার শোয়েব গোটা ঘটনা নাকচ করেন। জাতীয় টেলিভিশন চ্যানেলে আয়েশা সিদ্দিকি এবং তাঁর বোন মাহা শোয়েবকে একহাত নিয়ে সাক্ষাৎকারে দেওয়ায় সেই ঘটনা আলোড়ন ফেলে বিখ্যাত সেই বিয়ের আবহে। শোয়েব পাল্টা জানান, এটা পুরোপুরি ছবি দেখে প্রতারণার বিষয়। এমনকি সানিয়ার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার বাসনায় আয়েশার বাবা এম সিদ্দিকিকে আইনি নোটিশও পাঠান তারকা ক্রিকেটার।

সানিয়া অবশ্য বরাবর সম্পর্কে লয়াল ছিলেন। ইনস্টাগ্রাম-ফেসবুকে শোয়েবের সঙ্গে গদগদে ছবিতে ভালবাসা ব্যক্ত করেছেন নিয়মিত। পরে মা হওয়ার পর সানিয়া আরও ঘরকন্যায় মন দেন। টেনিস সার্কিটেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। গত বছর অবসরের আগে। শোয়েবকে সমর্থন জুগিয়ে গিয়েছেন ভারতীয় কন্যে। পাকিস্তানের হয়ে শোয়েব খেললে নিজের ব্যস্ত টেনিস-সূচি সামলে সানিয়া হাজির থেকেছেন গ্যালারিতে।

আরও পড়ুন: তিন তালাকেই হয়ত শেষ শোয়েব-সানিয়া সম্পর্ক! অভিনেত্রীকে নিকাহ করে নতুন ইনিংসে পাক ক্রিকেটার

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে গিয়ে তো বিতর্ক-ই বাঁধিয়ে ফেলেন সানিয়া। ভারত-ম্যাচের আগের দিনে শোয়েব সহ একাধিক পাক তারকা ক্রিকেটারদের সঙ্গে রেস্তোরাঁয় তাঁর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। পাক ক্রিকেটারদের ফোকাস নষ্ট করার অভিযোগ উঠে গিয়েছিল সানিয়ার বিরুদ্ধে। একইভাবে পাক ক্রিকেটারকে বিয়ে করার পর দেশভক্তি নিয়েও প্রশ্ন উঠেছে নিয়ম করে। সানিয়া বারবার-ই পরিণতভাবে বিষয়টি সামলেছেন।

সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে টানা নিজেদের ছবি শেয়ার করেছেন শোয়েব-সানিয়া। তবে গত বছর থেকে এই ছবি পোস্ট করার বহর কমতে থাকে। দুজনেই কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। এর মধ্যেই শোয়েবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে পাক অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে। দুজনেই এক ফটোশ্যুটে গিয়ে একসঙ্গে একাধিক ছবি তুলেছিলেন। অন্তরঙ্গ সেই ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়ে গিয়েছিল পাক মুলুকে।

আয়েশা ওমর কাণ্ডের মধ্যেই সানিয়া-শোয়েব নিজেদের টিভি শো লঞ্চ করেন। দুবাই থেকে সম্প্রচারিত হয় মির্জা-মালিক শো। একের পর এক নামি সেলেবদের এই তারকা দম্পতি নিজেদের শোয়ে হাজির করেন। ৪০-র বেশি পর্ব সফলভাবে সম্প্রচারিত হয়।

সানিয়ার সঙ্গে সম্পর্কের এই টালমাটাল সময়েই শোয়েব সম্পর্কে জড়িয়ে পড়েন পাক টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। যিনি নিজেও ডিভোর্সি। ২০২০-তে পাক গায়ক উমর জাসওয়ালকে বিয়ে করে গত বছর নভেম্বরে ডিভোর্স দেন সানা। ৪১ বছরের তারকা ক্রিকেটার সানা জাভেদকে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন ২০২২-এর মার্চে পাকিস্তানি শো-বিজ জগতে মেকআপ আর্টিস্ট এবং জুনিয়রদের সঙ্গে যে খারাপ আচরণ করা হয় সেই ইস্যুতে। 'পেয়ারে আফজল' অভিনেত্রীর সমর্থনে শোয়েব সেই সময় লেখেন, "বেশ কিছুদিন ধরে সানা জাভেদকে চিনি। ওঁর সঙ্গে একাধিক শোয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ও সবসময় আমার এবং আশেপাশের সকলের প্রতি দয়ালু এবং সৌজন্যমূলক আচরণই করে এসেছে।"

এরপর শোয়েবের সঙ্গে সানার সম্পর্কের গুঞ্জন আরও তীব্র হয় গত বছর অভিনেত্রীর জন্মদিনে শোয়েব সরাসরি উইশ করায়। নিজেদের ছবি পোস্ট করে শোয়েব সেই সময় লিখেছিলেন, "হ্যাপি বার্থডে বাডি।"

ভাবা হয়েছিল হয়ত শুধুই জল্পনা। দুজনের সম্পর্ক আগের মতই অটুট রয়েছে। তবে কয়েক সপ্তাহ আগেই সানিয়া নিজের সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবি মুছে দেন। এরপরেই জল্পনা তীব্র হয় সানিয়ার ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে। যেখানে তিনি বলেছেন, "বিয়ে আসলেই কঠিন। এমনকি ডিভোর্স-ও। তবে কঠিনতম জিনিসই বাছাই করতে হবে। স্থূলতা কঠিন। এমনকি ফিট থাকাও কঠিন। নিজের এই কঠিন রাস্তাই বাছতে হবে। ধারকর্জে থাকা কঠিন। এমনকি আর্থিকভাবে শৃঙ্খলাপরায়ন হওয়াও কঠিন। যোগাযোগ কঠিন। এমনকি যোগাযোগহীনতাও কঠিন। জীবন কখনও সহজ নয়। সবসময় জীবনে বেঁচে থাকা কঠিন। তবে কঠিনটাই বাছতে হবে। বিজ্ঞের মত বাছাই করতে হবে।”

publive-image

বোঝাই যাচ্ছিল সম্পর্কে অনেক কাদা জমেছে। বাধা পাচ্ছে নিরন্তর স্রোত। তারপরই শনিবারই এই সম্পর্কে ফুলস্টপ ফেলে দিল শোয়েবের ইন্সটা-পোস্ট।

Shoaib Malik Sania Mirza Pakistan Cricket Team Pakistan Cricket Pakistan TV channels
Advertisment