নিজের সম্পর্কের কথা এবার খুল্লামখুল্লা স্বীকার করলেন শোয়েব মালিক। জিও টিভিতে সঞ্চালক সরাসরি শোয়েবকে প্রশ্ন করে বসেন, কীভাবে ভারত-পাক ক্রিকেট সম্পর্ক পুনরায় চালু করা যায়! পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন জবাব দেওয়ার আগেই সঞ্চালক আরও প্ৰশ্ন সংযোগ করে দেন, "সানিয়া মির্জাকে কি হস্তক্ষেপ করার জন্য আমরা অনুরোধ করতে পারি?"
হাসতে হাসতে শোয়েবের জবাব, "আমরা একসঙ্গে থাকার-ই সময় পাচ্ছি না। স্রেফ ক্রিকেট নয়, খেলাধুলো সবসময় একত্রিত করে সকলকে। যখনই সুযোগ আসবে, তখনই একে অন্যের দেশে ভ্রমণ করা উচিত। প্রতিবেশীদের পরস্পরের ওপর সবথেকে দাবি থাকা উচিত। আমরাও প্রতিবেশী। তাই আমার প্রার্থনা খেলার দুনিয়া যেন দুই দেশকে পুনরায় একত্রিত করে। এখনও আইসিসির বিগেস্ট ম্যাচ ভারত-পাকিস্তান। শুধু ভারত-পাক দর্শকরাই নয়, অন্য দেশও আমাদের ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে।"
মালিকের আরও বক্তব্য, "যদি দুই দেশ খেলা চালু করে, তাহলে অনেক কিছুও উন্নতির অবকাশ রয়েছে।"
Read the full article in ENGLISH