Babar Azam slammed by Shoaib Malik: পাকিস্তান ক্রিকেট টিমের শোচনীয় পারফরম্যান্সের জন্য বাবর আজমকে এবার কাঠগড়ায় তুললেন শোয়েব মালিক। একদম চাঁচাছোলা ভাষায় শোয়েব বলে দিয়েছেন, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তো বটেই এমনকি নেপালের জাতীয় দলেও জায়গা হবে না বাবরের।
২০০৭ সালের পর এবারই প্ৰথমবার টি২০ টুর্নামেন্টে প্ৰথম পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ইউএসএ-র কাছে হারের পর পাকিস্তান বিপদে পড়ে গিয়েছিল। তারপর ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাবর বাহিনীদের।
আর ব্যাটে তো বটেই সামনে থেকেও নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। পাকিস্তান দেশে ফেরার পরেই সমালোচকরা ছিন্নভিন্ন করে দেন পাক ক্যাপ্টেনকে।
সেই সমালোচকদের মধ্যে অন্যতম শোয়েব মালিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। পাক এক টিভি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় বাবরকে তুলোধোনা করেন তিনি। বলে দেন, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলে জায়গাই পাবেন না বাবর।
"আমাদের সেই প্লেয়ার কে? আমাদের সেরা প্লেয়ার বাবর আজম। আমি শীর্ষস্থানীয় ৪-৫ দেশের কথা বলছি। বাবর কি সেই সমস্ত দলের প্ৰথম এগারোয় জায়গা পাবেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের হয়ে নির্দিষ্ট এই ফরম্যাটে? এর উত্তর হল না।" এমনকি ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে শোয়েব মালিককে উদ্ধৃত করে বলা হয়েছে, "এমনকি নেপাল-ও প্ৰথম একাদশে জায়গা দেবে না বাবরকে।"
বাবর আজম ব্যাট হাতে মোটেও দাগ কাটতে পারেননি। ৪ ইনিংসে করেছেন মাত্র ১২২ রান। ৪০.৬৬ গড়ে স্ট্রাইক রেট শোচনীয় ১০১.৬৬।
পাকিস্তান ভারত এবং ইউএসএ-র কাছে হারের পর কানাডা এবং আয়ারল্যান্ডকে হারালেও কাজের কাজ হয়নি। ভারতের সঙ্গে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ৮'এ কোয়ালিফাই করে ইউএসএ।
ওয়ানডে বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পরে বাবর আজমকে সরিয়ে শাহিন আফ্রিদিকে নেতা করা হয়েছিল সীমিত ফরম্যাটে। তবে মাত্র দু মাসের মধ্যেই শাহিনের নেতৃত্বের মেয়াদ শেষ হয়। বিশ্বকাপের ঠিক আগেই বাবরকে নেতা হিসেবে ফেরানো হয়। তবে আবার-ও ব্যর্থ হওয়ার পর বাবরের নেতৃত্ব থেকে অপসারণ প্রায় পাকা।