ICC Rejects Pakistan Cricket Board's Claims on Award Ceremony: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ উড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই বিতর্কের সূত্রপাত চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে। যা নিয়ে পিসিবিকে তুলোধনা করেছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারদের মত ক্রিকেটাররা।
পিসিবির অভিযোগ এবং আইসিসির জবাব
জবাবে পিসিবি অভিযোগ করেছে, তাঁদের প্রতিনিধিকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর সুমাইর আহমেদ। কিন্তু, তাঁকে মঞ্চে ডাকাই হয়নি। জবাবে আইসিসি জানিয়েছে, তারা যা কিছু করেছে, সবটাই নিয়ম মেনে করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর হওয়ায় সুমাইরকে যে মঞ্চে আমন্ত্রণ জানাতেই হবে, তেমন কোনও নিয়ম নেই। সেই কারণেই তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তাই নন। তিনি একজন কর্মচারী মাত্র।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে আইসিসির এক আধিকারিক জানিয়েছেন, 'খোঁজ নিয়ে দেখুন, কবে কোন প্রতিযোগিতায় ডিরেক্টরকে মঞ্চে ডাকা হয়েছে! গৌরব সাক্সেনাও একবার এশিয়া কাপের ডিরেক্টর ছিলেন। তাঁকে কি মঞ্চে ডাকা হয়েছিল? উলটোপালটা অভিযোগ করলে তো হবে না। মহসিন নকভিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু, তিনি আসেননি।'
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। সেই হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তার পুরস্কার বিতরণী মঞ্চে থাকা উচিত ছিল। কিন্তু, তাঁদের বদলে দেখা যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নি ও সচিব দেবজিৎ সইকিয়া পুরস্কার বিতরণী মঞ্চে। সেখানে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তাঁরাই ট্রফিজয়ী ভারতীয় ক্রিকেটারদের ব্লেজার পরিয়ে দেন ও মেডেল হাতে তুলে দেন। তার মধ্যে জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিয়েছেন আইসিসির প্রধান জয় শাহ। তারপরই বিতর্ক তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের বিতর্কের সুইং, এবার পঞ্চমুখ পিসিবির প্রশংসায়!
এই প্রসঙ্গে আইসিসির এক কর্তা বলেন, 'পিসিবির চেয়ারম্যান মহসিন নকভিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, তিনি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। নিয়ম অনুযায়ী শুধুমাত্র বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে থাকতে পারেন। পিসিবি অন্য কোনও কর্তাকেও পাঠায়নি। অথচ, পাকিস্তান এই প্রতিযোগিতার মূল আয়োজক। তাই, পিসিবির কারও মঞ্চে থাকা উচিত ছিল।'