করোনার থাবায় একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে। সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেলল শুটিং বিশ্বকাপ। এক মাস পরে মে-তে দুই পর্যায়ে শ্যুটিং বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা রাজধানী শহরে। সেই টুর্নামেন্টই এবার বাতিল করা হলো।
এর আগে মার্চের ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র চারদিন আগেই মে মাসে পিছিয়ে দেওয়া হয় বিশ্ব পর্যায়ের এই ইভেন্ট।
শ্যুটিংয়ের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএসএসএফ মঙ্গলবার বিবৃতিতে জানায়, "করোনা মহামারির কারণে দিল্লির আয়োজক কমিটি শট গান ও রাইফেল/পিস্তল ইভেন্ট বাতিল করতে বাধ্য হয়েছে।"
গত মাসে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার পরে ঠিক করা হয়েছিল দুই পর্যায়ে ভাগ করে টুর্নামেন্ট আয়োজন করা হবে। মে মাসের ৫-১৩ পর্যন্ত রাইফেল ও পিস্তল ইভেন্ট এবং জুন মাসের ২-৯ তারিখে শট গান ইভেন্ট করা হবে। এরপরেও আবার শট গান কম্পিটিশন এগিয়ে দেওয়া হয় মে মাসের ২০ থেকে ২৯।
তবে করোনার তাণ্ডব থামার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় এইএসএসএফ এর সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট বাতিলের পথে হাঁটে ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএএই)। পাশাপশি আজারবাইজানের বাকুতে আসন্ন কম্বাইন্ড ওয়ার্ল্ড কাপ ইভেন্টও বাতিল করা হয়েছে। জুন মাসের ২২ থেকে ৩ জুলাই এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল।
ভারতের রাইফেল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, "এথলেটিক, অফিসিয়াল, শুটিংয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্য আমাদের কাছে অগ্রাধিকার পাবে।"
করোনার সংক্রমণে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি দশা। এর মধ্যেই অলিম্পিক পিছিয়ে গিয়েছে। উইম্বলডন বাতিল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের মত টুর্নামেন্টের ভাগ্য ঝুলে রয়েছে। ইউরো কাপ, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য ঘরে সংশয় বাড়ছে প্রতিদিন। ভারতে আয়োজিত হতে চলা মহিলাদের বয়সভিত্তিক টুর্নামেন্ট ও বাতিল। সেই তালিকাতেই এবার শ্যুটিং বিশ্বকাপ।