Advertisment

Cricket fixing: কলঙ্কিত কলকাতার ক্রিকেট! ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্নবিচ্ছিন্ন বাইশ গজ, দেখুন বিষ্ফোরক ভিডিও

CAB cricket match fixing: জোড়া ভিডিও শেয়ার করেছেন শ্রীবৎস। প্ৰথম ভিডিওয় দেখা যাচ্ছে, ব্যাটার বল লিভ করার পর সেই বল সরাসরি আছড়ে পড়ছে স্ট্যাম্পে। দ্বিতীয় ভিডিওয় দেখা যাচ্ছে, বাঁ হাতি ব্যাটার ওয়াইড বলে ক্রিজ ছেড়ে এসে স্ট্যাম্পড আউট হলেন। এমনকি আউট যেন পূর্ব নির্ধারিত ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata club cricket, cricket fixing, match fixing

Kolkata Club Cricket : বড় অভিযোগ উঠে গেল কলকাতা ক্লাব ক্রিকেটে (টুইটার)

Shreevats Goswami cricket fixing: বড়সড় অভিযোগ এনে হাজির করলেন শ্রীবৎস গোস্বামী। সিএবির প্রথম ডিভিশনের এক ম্যাচের চাঞ্চল্যকর ভিডিও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে লিখে দিলেন, যেভাবে কিছু ব্যাটার আউট হলেন, তাতে গড়াপেটার ছায়া দেখা যাচ্ছে।

Advertisment

শ্রীবৎস যে ম্যাচের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন, সেই ম্যাচ ছিল মহামেডান স্পোর্টিং বনাম টাউন ক্লাব। টিম ইন্ডিয়ার যুব দলের হয়ে বিশ্বকাপজয়ী শ্রীবৎস লিখেছেন, মহামেডানের কিছু ব্যাটার ইচ্ছাকৃতভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন।

তাঁর বক্তব্য, "কলকাতার ক্লাব ক্রিকেটে এটা সুপার ডিভিশনের ম্যাচ। দুটো বড় দল এমন করছে। কেউ কি বুঝতে পারছে, কী ঘটছে এখানে? যে খেলাটা নিজের হৃদয়ের এত কাছাকাছি সেই খেলায় এমনটা দেখে আমি ভয়ানক লজ্জিত। আমি ক্রিকেট ভালোবাসি। কলকাতায় ক্রিকেট খেলা আরও পছন্দের আমার। তবে এটা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বাংলার ক্রিকেটের হৃদয় এবং অন্তরাত্মা এই ক্লাব ক্রিকেট। প্লিজ এটা নষ্ট করো না। একেই বোধহয় বলে গট-আপ ম্যাচ। মিডিয়া এখন কোথায়?"

জোড়া ভিডিও শেয়ার করেছেন শ্রীবৎস। প্ৰথম ভিডিওয় দেখা যাচ্ছে, ব্যাটার বল লিভ করার পর সেই বল সরাসরি আছড়ে পড়ছে স্ট্যাম্পে। দ্বিতীয় ভিডিওয় দেখা যাচ্ছে, বাঁ হাতি ব্যাটার ওয়াইড বলে ক্রিজ ছেড়ে এসে স্ট্যাম্পড আউট হলেন। এমনকি আউট যেন পূর্ব নির্ধারিত ছিল। আউট হওয়ার পর পিছনে একবার-ও ফিরেও তাকায়নি সেই ব্যাটার। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আম্পায়ার এবং পর্যবেক্ষকদের রিপোর্ট চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, "টুর্নামেন্ট কমিটির বৈঠক ডাকা হয়েছে ২ মার্চ। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হবে।"

গত বুধবার তিনদিনের এই ম্যাচ সমাপ্ত হয়েছিল সল্টলেকের ২২ ইয়ার্ডস একাডেমিতে। সাকিব হাবিব গান্ধীর ২২৩ রানে ভর করে টাউন ক্লাব তুলেছিল ৪৪৬ রান। জবাবে মহামেডান ২৮১/৯ করে। জয়জিৎ বসু একশো করেন। তিনি আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে মহামেডান।

cricket Cricket Association Of Bengal Cricket News
Advertisment