/indian-express-bangla/media/media_files/2025/01/18/69mCg6Fuk6P3XmdSYiQj.jpg)
Ajit Agarkar slammed for Karun Nair exclusion: করুন নায়ারকে বাদ দিয়ে প্রশ্নের মুখে আগারকার (টুইটার)
Ajit Agarkar slammed for Karun Nair exclusion from Champions Trophy: ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ স্কোয়াড থেকে করুণ নায়ারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে শনিবার থেকে। প্রধান নির্বাচক অজিত আগারকার, নায়ারের চমকপ্রদ এবং দুর্ধর্ষ ঘরোয়া পারফরম্যান্স সত্ত্বেও, তাকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।
তবু তাতেও চিঁড়ে ভিজছে না। করুণ নায়ার চলমান বিজয় হাজারে ট্রফিতে ৭৫২ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। কোনও বোলারই তাঁকে আউট করতে পারছেন না। আউট হয়েছেন মাত্র একবার। তবে তবুও তাকে সুযোগ দেওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
শ্রীবৎস গোস্বামী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় শ্রীবৎস গোস্বামী প্রধান নির্বাচক অজিত আগরকারের সিদ্ধান্তের সমালোচনা করে পাল্টা দেওয়ার পথে হেঁটেছেন। করুণ নায়ারকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই ভাবা হয়েছিল। তবে তা হয়নি।
শ্রীবৎস গোস্বামী টুইটারে লিখেছেন, "করুণ নায়ারকে না বেছে নেওয়া মানে নিজস্ব নিয়মের বিরুদ্ধে যাওয়া, যেখানে ঘরোয়া ক্রিকেটকে বাধ্যতামূলক করা হয়েছে। ওর জন্য খারাপ লাগছে! #ChampionsTrophy2025"
Karun nair not getting picked is like going against your own rule of making domestic cricket mandatory. Gutted for him! #ChampionsTrophy2025
— Shreevats goswami (@shreevats1) January 18, 2025
Why not make exception for someone who has scored 752 runs in 7 games , I mean use his form! Take a extra player and go. India did take 4 reserve including gill for recent t20 wc in the Caribbean .2015 wc too Dhawal kulkarni was a part of WC as travelling reserve. Jaiswal as…
— Shreevats goswami (@shreevats1) January 18, 2025
করুণ নায়ার চলতি বিজয় হাজারে ট্রফিতে অসাধারণ ফর্মে রয়েছেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই চারটি পরপর সেঞ্চুরিও করেছেন। তবে, প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছেন, "৭৫০-এর বেশি গড় অবিশ্বাস্য, কিন্তু এটি ১৫ জনের স্কোয়াড, তাই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।"
নায়ার ২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেক করেন এবং তার তৃতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন। তবে, মাত্র ছয়টি টেস্ট খেলার পর তিনি দল থেকে বাদ পড়েন। তার সাম্প্রতিক ফর্ম এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও, তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত না করায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।