Advertisment

Shreyas Iyer: টেস্ট জিতেই এই তারকাকে বাদ দিচ্ছে টিম ইন্ডিয়া! ভাইজ্যাগে আগারকার আসতেই বড় আপডেট

Shreyas Iyer future in Team India: সিরিজের মাঝপথেই ভাইজাগে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। সিরিজের বাকি ম্যাচগুলোয় ভারতীয় দলের স্কোয়াড নিয়ে আলোচনা। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আগরকরের এই আলোচনার প্রধান বিষয় শ্রেয়স আইয়ার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajit Agarkar, Team India, India vs England

Ajit Agarkar: ভাইজ্যাগ টেস্ট চলাকালীনই ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক অজিত আগারকারের (টুইটার)

Shreyas Iyer-Ajit Agarkar: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই সিরিজের বাকি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড সাজাতে ভাইজাগে পৌঁছে গেলেন বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখনও তিন ম্যাচ বাকি আছে (India vs England) সিরিজের প্রথম ম্যাচ হয়েছে হায়দরাবাদে (Hyderabad)। যেখানে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচ হয়েছে ভাইজাগে। সেখানে পালটা ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রোহিত-ব্রিগেড। প্রথমসারির কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতেও দ্বিতীয় ম্যাচে ভারতের ১০৬ রানে জয় টিম ইন্ডিয়ার মনোবল কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। ভারতের পরের ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি, রাজকোটে।

Advertisment

দ্বিতীয় টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়াল দ্বিশতরান (২০৯) করেছেন। সেঞ্চুরি (১০৪) করেছেন শুভমান গিলও। ভারতের সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহর শ্বাসরুদ্ধকর ৯ উইকেট নেওয়া, টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্স তুলে ধরেছে। তবে, শ্রেয়স আইয়ার আর মুকেশ কুমার আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। বিসিসিআইয়ের কর্তাদের মতই এনিয়ে অস্বস্তিতে রোহিত-দ্রাবিড়রাও। রোহিত তো বলেই বসেছেন, 'ব্যাটারদের আরও ভালো করতে হবে। এই উইকেট ব্যাট করার জন্য সত্যিই ভালো ছিল। অনেক ব্যাটার শুরুটা ভালো করেছেন। কিন্তু, বড় স্কোর তুলতে পারেননি। আমি জানি যে তাঁরা তরুণ আর ক্রিকেটে ইন্ডিয়া টিমে নতুন। তবে, তাঁদের স্কোরও কিন্তু, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসে ভরপুর এমন একটি দলের বিপক্ষে এই তরুণ স্কোয়াড নিয়ে নামতে পেরে, আমি গর্বিত।'

রোহিত তথা টিম ম্যানেজমেন্টের উদ্বেগ আরও বাড়িয়েছে শ্রেয়স আইয়ার ফর্ম। ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার তাঁর শেষ ১২ ইনিংসে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। আইয়ারের একটিও অর্ধশতক নেই। চলতি সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে কার্যত নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। আইয়ার স্পিন-বিশেষজ্ঞ বলে ভারতীয় দলে পরিচিত। কিন্তু, নিজের সেই সুনাম বজায় রাখতে পারেননি।

আরও পড়ুন- রোহিতকে ছাঁটাই করে হার্দিকই কেন মুম্বইয়ের ক্যাপ্টেন! আসল রহস্য ফাঁস ইন্ডিয়ান্স কোচের

এই পরিস্থিতিতে বিরাট কোহলি এবং কেএল রাহুল ইন্ডিয়া একাদশে ঢুকতে চলেছেন বলেই আপাতত খবর। তবে, কোহলির ব্যাপারটা নিয়ে এখনও ধন্দে টিম ইন্ডিয়া। হেড কোচ দ্রাবিড়ই নাকি কোহলির বাকি টেস্ট ম্যাচ খেলা নিয়ে গ্যারান্টি দিতে পারছেন না। তাঁর কাছে নাকি কোহলি সম্পর্কে কোনও খবরই নেই। তবে, কোহলি আর রাহুল দলে ঢুকলে, প্রথম একাদশে কোপ পড়তে পারে শ্রেয়স আইয়ারের ওপর। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে রজত পতিদারের। তাঁকেও বাদ পড়তে হতে পারে কোহলি আর রাহুল দুজনেই দলে ঢুকলে। সবচেয়ে চাপ বাড়বে লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর। কারণ, রিজার্ভে দক্ষ খেলোয়াড়রা থাকবেন। সিনিয়রদের বদলে টেল এন্ডাররাই ভালো পারফরম্যান্স করতে না-পারলে এক্ষেত্রে সাধারণত বলির পাঁঠা হন।

Test cricket Indian Cricket Team Indian Team Shreyas Iyer Ajit Agarkar
Advertisment