সারা দেশের মানুষ যেখানে গৃহবন্দি হয়ে সম্ভাব্য 'লকডাউন'-এর প্রস্তুতি নিচ্ছেন, সেখানে শ্রেয়স আয়ার ব্যতিক্রম হবেন কী করে? অতএব বাড়িতেই করোনাভাইরাসের মোকাবিলায় এই অতি প্রয়োজনীয় পদেক্ষপে নিচ্ছেন টিম ইন্ডিয়ার এই তারকাও। শুধু নিচ্ছেন নয়, সকলকে সে সম্পর্কে উৎসাহও দিচ্ছেন। তবে এই বদ্ধ পরিবেশেও নিজেকে খুশি রাখার এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন শ্রেয়স। এবং সেই সুবাদে আমরাও জানতে পারছি, যে তাঁর তাসের ম্যাজিকের মান কতটা উন্নত।
মার্চ মাসের গোড়া থেকেই নভেল করোনাভাইরাস মহামারীর দাপটে হয় বাতিল, নাহয় স্থগিত হয়ে গিয়েছে ক্রিকেট সম্পর্কিত সবরকম অনুষ্ঠান এবং ম্যাচ। আগামী রবিবার অর্থাৎ ২৯ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত।
এহেন বাধ্যতামূলক বিরতির সময়েই ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান তাঁর বোন নাতাশার সঙ্গে মিলে পরিবেশন করলেন তাসের ম্যাজিক, যার ভিডিও টুইট করল বিসিসিআই।
তাদের টুইটার পেজে বিসিসিআই লিখেছে, "আমাদের ইন-হাউজ যাদুকর শ্রেয়স আয়ারের ওপর ভরসা রাখতে পারি, ঘরবন্দি অবস্থায় আমাদের সবাইকে আনন্দ দিতে। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধন্যবাদ চ্যাম্প!"
এদিকে আগামী কয়েক মাসের জন্য তছনছ হয়ে গিয়েছে বিশ্বের ক্রীড়া ক্যালেন্ডার, এবং একাধিক ক্রিকেটীয় সংগঠন তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে মে মাস পর্যন্ত।
প্রথম ম্যাচের পরেই এদেশে বাতিল হয়ে যায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন-ম্যাচের ওডিআই সিরিজ, এবং অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। ইংল্যান্ডের দুটি টেস্টের শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে যায় প্রথম টেস্টের আগেই।
করোনা মহামারীতে এ পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন, সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি। মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে।