Advertisment

Ishan Kishan-Shreyas Iyer: বারবার 'বেয়াদপি' টিম ইন্ডিয়ার ২ তারকার! কোটি কোটি টাকা কেড়ে পাল্টা শাস্তিতে জয় শাহরাও

Ishan Kishan Shreyas Iyer in bcci central contracts: কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যেই নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। তবে সেই তালিকায় নাকি দুই তরুণ তুর্কি নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Test squad announcement, India Test Squad Announcement, India vs England Test series

India vs England Test squad announcement: অবশেষে শেষ তিন টেস্টের স্কোয়াড জানিয়ে দিল বিসিসিআই (টুইটার)

Shreyas Iyer and Ishan Kishan: বারবার বলা হচ্ছে। তবে বোর্ডের নির্দেশে কর্ণপাত করছেন না। তাই ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়া। বলা হচ্ছে, ঈশান এবং শ্রেয়স দুই তারকাকেই কেন্দ্রীয় চুক্তি (BCCI central contracts) তালিকা থেকে বাতিল করার পথে হাঁটছে বোর্ড।

Advertisment

কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যেই নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। তবে সেই তালিকায় নাকি দুই তরুণ তুর্কি নেই। এমনটাই বলা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। গত সিজনে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানকে যথাক্রমে বোর্ডের বি এবং সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল। এর সুবাদে দুজনের সেন্ট্রাল কন্ত্র্যাক্ট থেকে উপার্জনের পরিমাণ ছিল ৩ কোটি এবং ১ কোটি যথাক্রমে। বাদ পড়লে আর্থিক ক্ষতির মুখে পড়বেন দুই তারকা।

টিম ম্যানেজমেন্টের তরফে বারবার বলা হয়েছে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা। বোর্ডের সচিব জয় শাহ শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারদের ইমেল মারফত জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়া সেট আপে না থাকলে সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। চোট এবং রিহ্যাব সংক্রান্ত ইস্যু থাকলে অবশ্য আলাদা কথা।

আরও পড়ুন: IPL খেলার জন্য এখন থেকেই চোটের বাহানা! জয় শাহের বোর্ডের বিষনজরে ‘মিথ্যাবাদী’ KKR সুপারস্টার

তবে বোর্ডের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ঈশান কিষান মানসিক অবসাদের কারণে টিম ইন্ডিয়া ছেড়ে দেশে ফিরে এসেছিলেন। কোচ রাহুল দ্রাবিড় ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা জানান তারকাকে। তবে চলতি রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচেও খেলেননি তারকা উইকেটকিপার ব্যাটার। টেকনিক উন্নতি করার কারণ দেখিয়ে ঈশান রয়েছেন বরোদায়। অন্যদিকে, শ্রেয়স আইয়ার আবার পিঠের সমস্যার অজুহাত দিয়েছেন।

ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টে শ্রেয়স পিঠের সমস্যার কথা জানান টিম ম্যানেজমেন্টকে। তবে বোর্ডের মেডিক্যাল টিম কোনও সমস্যা খুঁজে পায়নি। এরপরে টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে বাতিল করা হয় তারকাকে। স্পষ্ট নির্দেশে রঞ্জিতে খেলতে বলা হয়। তবে শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না।

এরপরে শ্রেয়স বিপদে পড়ে যায় এনসিএ-র মেডিক্যাল দলের প্রধান নীতিন প্যাটেল সরাসরি মুম্বই ক্রিকেট সংস্থাকে ইমেল-এ লিখে দেন, শ্রেয়সের চোটের কোনও সমস্যা নেই। সেই ইমেল সংক্রান্ত খবর ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বেরিয়ে যাওয়ার পর বিপদে পড়ে শ্রেয়স আইয়ার। ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে যায় তাহলে কি আইপিএলে খেলার জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন তারকা!

দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরক্ত টিম ইন্ডিয়া নাকি ঠিক করে নিয়েছে, শ্রেয়স-ঈশানকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। নতুন পারফর্মারদের নেওয়া হবে। ঘটনা হল, শ্রেয়স আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফল। গত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে অন্যতম ধারাবাহিক তারকা ছিলেন। স্রেফ রঞ্জিতে না খেলার জন্য এত বড় শাস্তি দেওয়ার পথে হাঁটবে বোর্ড? সময়ই উত্তর দেবে।

BCCI Indian Cricket Team Indian Team Jay Shah
Advertisment