/indian-express-bangla/media/media_files/2025/08/22/shreyas-iyer-2025-08-22-10-21-03.jpg)
ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার
Shreyas Iyer: একদিনের ক্রিকেটে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া। গত বৃহস্পতিবার (২১ অগাস্ট) থেকেই শোনা যাচ্ছে, শ্রেয়স আইয়ারকে নাকি ওয়ানডে ক্রিকেটে আগামী অধিনায়ক হিসেবে নির্বাচন করা হতে পারে। যদিও ২০২৫ এশিয়া কাপ স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, ৫০ ওভারের ফরম্য়াটে হয়ত রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শ্রেয়সকেই বেছে নেওয়া হবে। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে, রোহিত শর্মা বর্তমানে তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রয়েছেন। সূত্রের খবর, সেকারণেই তাঁর থেকে নেতৃত্বভার সরিয়ে নিতে চাইছে বিসিসিআই।
হিন্দুস্তান টাইমসে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবজিৎ শইকিয়া যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ব্যাপারে বিসিসিআই ম্য়ানেজমেন্ট কোনও আলোচনা করেনি।
শইকিয়া বলেছেন, 'আমার কাছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে, তাতে এই ব্যাপারে কোনও আলোচনা হয়নি।'
আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে শ্রেয়স আইয়ারকে রাখেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচন কমিটি। এরপর থেকেই টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
Shreyas Iyer Angry: ফাইনালে উঠতেই মেজাজ সপ্তমে, শশাঙ্ককে 'দুচ্ছাই' করলেন শ্রেয়স! দেখুন ভিডিও
শ্রেয়সের অনুপস্থিতি প্রসঙ্গে টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকরকে প্রশ্ন করা হয়েছিল। সেইসময় তিনি সাংবাদিকদের বলেন, 'এই ব্যাপারে শ্রেয়সের আদতে কোনও দোষ নেই। এমনকী, আমাদেরও কোনও কিছু করার নেই। আসলে, এই দলটার জন্য ১৫ জনের সদস্য বেছে নিতে হয়েছে। এই মুহূর্তে অপেক্ষা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান করেছিলেন। আর মোট টুর্নামেন্টের নিরিখে তিনি ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান শিকারি। এই টুর্নামেন্টে শ্রেয়স পাঁচ ম্য়াচে মোট ২৪৩ রান করেন। ব্যাটিং গড় ৪৮.৬০। এরমধ্যে রয়েছে জোড়া হাফসেঞ্চুরি। সর্বাধিক ৭৯ রান করেছেন।
Shreyas Iyer: শ্রেয়সকে ছেড়ে ভেঙ্কটেশকে 'জামাই আদর'? চুন-চুন কে বদলা প্রাক্তন KKR অধিনায়কের
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও শ্রেয়সের ব্যাটিং ধামাকা ছিল অব্যাহত। তিনি ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রহ করেছিলেন। এটা তাঁর কেরিয়ারের সেরা মরশুম ছিল। ১৭ ম্য়াচে তিনি ৬০৪ রান করেছিলেন। ব্যাটিং গড় ৫০.৩৩। এরমধ্যে তিনি ৬ হাফসেঞ্চুরি করেছেন। রান করেছেন ১৭৫.০৭ স্ট্রাইক রেটে। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৭।
KKR Snubs Shreyas Iyer: শ্রেয়াসকে চরম অপমান KKR-এর! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে গর্জে উঠলেন ফ্যানরা
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় করার পর থেকে মুম্বইয়ের এই ব্যাটার মোট ২৬ টি-২০ ম্য়াচ খেলেছেন। ৪৯.৯৪ ব্যাটিং গড়ে করেছেন ৯৪৯ রান। স্ট্রাইক রেট ১৭৯.৭৩। এরমধ্যে একটি শতরান এবং সাতটি ফিফটি রয়েছে। সর্বাধিক তিনি অপরাজিত ১৩০ রান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us