Advertisment

Rohit Sharma-Shreyas Iyer: রোহিতই যোগ্য এই সম্মানের! ক্যাপ্টেনের জন্য চেয়ার ছাড়লেন KKR ক্যাপ্টেন, দেখুন হৃদয় গলানো ভিডিও

Rohit Sharma and Shreyas Iyer video: রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টি২০ বিশ্বকাপে।চ্যাম্পিয়ন হয় ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে। এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। বিশ্বকাপ জয়ের মঞ্চেই টি২০ ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নেন হিটম্যান। সিয়াট ক্রিকেট রেটিংস এওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারও হয়েছেন রোহিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma and Shreyas Iyer video

Rohit Sharma and Shreyas Iyer video: শ্রেয়স সম্মান দিলেন ক্যাপ্টেন রোহিতকে (টুইটার স্ক্রিনগ্র্যাব)

Rohit Sharma at CEAT Cricket Awards: সহজ সরল থাকা- এটাই রোহিত শর্মার ট্রেডমার্ক বৈশিষ্ট্য। নিজেকে নয়, প্রচারের সামনে সর্বদাই ঠেলে দেন সতীর্থকে। সিয়াট ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবার-ও রোহিতের সরলতার পরিচয় পেল ক্রিকেট দুনিয়া। যা ইতিমধ্যেই ভাইরাল।

Advertisment

রোহিতের জন্য নিজের চেয়ার ছাড়লেন শ্রেয়স আইয়ার

সিয়াট ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনা। এই অনুষ্ঠানে একদম সামনের সারিতে বসেছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা অনুষ্ঠানে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদেকে নিয়ে। সামনের সারিতে বসার জায়গা না পেয়ে পিছনের সারিতেই বসতে চলেছিলেন তিনি। তবে এই ঘটনা নজর এড়ায়নি শ্রেয়স আইয়ারের। তিনি তৎক্ষণাৎ নিজে চেয়ার ছেড়ে দিয়ে রোহিতকে বসার সুযোগ করে দেন।

সমর্থকদের কাছে এই ভিডিও ভাইরাল

দুই তারকা ক্রিকেটারের এই পারস্পরিক সম্মানের বিষয় সোশ্যাল মিডিয়ায় শীঘ্রই আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই শ্রেয়সকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বলেছেন, কীভাবে সিনিয়রদের সম্মান দিতে হয় তা তিনি ভালোই জানেন।

সিয়াট ক্রিকেট রেটিংস এওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন রোহিত। সেই মঞ্চে দাঁড়িয়েই রোহিত বলেন, "পরিসংখ্যান, ফলাফল এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে এই দলকে রূপান্তর করা আমার স্বপ্ন ছিল। দলে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে সকলে অবাধে খুব বেশি ভাবনা চিন্তা না করে নিজেদের প্রকাশ করতে পারে।"

"এটাই সেই সময় প্রয়োজন ছিল। আমি তিনজন স্তম্ভের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। যাঁরা হলেন রাহুল দ্রাবিড় মহাশয়, নির্বাচক চেয়ারম্যান অজিত আগারকার এবং জয় শাহ। যেটা আমাকে করতে হয়েছিল সেটা আমার কাছে রীতিমত চ্যালেঞ্জের ছিল। তাছাড়া ক্রিকেটারদের কথাও ভাবলে চলবে না যাঁরা বিভিন্ন সময়ে এসে দলকে অর্জনে সাহায্য করেছিল।"

Rohit Sharma Indian Cricket Team Indian Team Shreyas Iyer Team India
Advertisment