Shreyas Iyer: অবশেষে চাপের মুখে রঞ্জি খেলতে বাধ্য হচ্ছেন শ্রেয়স আইয়ার। তাঁকে মুম্বইয়ের রঞ্জি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাইজাগে দ্বিতীয় টেস্ট চলাকালীন শ্রেয়স পিঠের সমস্যার কথা জানান টিম ম্যানেজমেন্টকে। তবে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর কোনও সমস্যা খুঁজে পায়নি। এরপরে টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে তারকাকে বাতিল করা হয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, রঞ্জিতে খেলতেই হবে। তবে শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না।
এরপরে শ্রেয়স বিপদে পড়ে যান। কার্যত তাঁকে মিথ্যেবাদী প্রমাণ করে এনসিএ-র মেডিক্যাল দলের প্রধান নীতিন প্যাটেল সরাসরি মুম্বই ক্রিকেট সংস্থাকে ইমেল করেন। তিনি লেখেন, 'শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ২য় টেস্ট ম্যাচের পর ভারতীয় দলের রিপোর্ট অনুসারে ফিট। তাকে দলে বাছাই করা যেতে পারে। কারণ, টিম ইন্ডিয়া থেকে তাঁর বিদায়ের পরে আপাতত নতুন কোনও ইনজুরির খবর নেই।' সেই ইমেল সংক্রান্ত খবর ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বেরিয়ে যাওয়ার পর বিপদে পড়েন শ্রেয়স আইয়ার। এসব দেখে বিসিসিআই সচিব জয় শাহ শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারদের ইমেল মারফত জানিয়ে দেন, টিম ইন্ডিয়া সেট আপে না থাকলে সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। না-হলে, 'গুরুতর প্রভাব' পড়বে। কেন্দ্রীয় চুক্তি (BCCI central contracts) তালিকা থেকে সেই খেলোয়াড়কে বাতিল করার পথে হাঁটবে বোর্ড।
পরিস্থতি বেগতিক দেখে তাই বাধ্য হয়ে তাই বাধ্য হয়ে শ্রেয়স মুম্বই দলে যোগ দিয়েছেন। শনিবারই এমসিএ-বিকেসি মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালে নামবে মুম্বই। আর, সেই ম্যাচেই খেলবেন শ্রেয়স। এখন প্রশ্ন উঠছে, কেন শ্রেয়স এমন মিথ্যা কথা বললেন? বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সামনেই আইপিএল। তার জন্য ফুরফুরে থাকতেই মিথ্যা কথা বলে কার্যত ছুটি নিচ্ছিলেন শ্রেয়স। শনিবারের ম্যাচে শ্রেয়সের পাশাপাশি খেলবেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ওয়াশিংটন সুন্দরও। তিনি তামিলনাড়ুর হয়ে অংশ নেবেন। ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও সুন্দর কোনও ম্যাচ খেলেননি। তাই চতুর্থ টেস্ট ম্যাচের পর সিরিজ জিতে যাওয়ায় সুন্দরকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল।
আরও পড়ুন- জাতীয় দলের হয়ে বিদেশ সফরে, আরামবাগের মুখ উজ্জ্বল করলেন ড্রাইভারের মেয়ে, ফুটবলার অমৃতা
এর পাশাপাশি, ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষান 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা সফর থেকে এসেছেন। তিনি ঝাড়খণ্ডের হয়ে না-খেলায় জয় শাহর ঘোষণা অনুযায়ী বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। এর ফলে, ঈশানের কয়েক কোটি টাকার ক্ষতি হতে চলেছে। আসন্ন আইপিএল মরশুম শুরুর আগে ইশানকে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে।
একনজরে মুম্বই স্কোয়াড: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ, ভুপেন লালওয়ানি, অমোঘ ভাটকল, মুশির খান, প্রসাদ পাওয়ার, হার্দিক তামোর, শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধুমাল, তুষার মোহিত দেশপাণ্ডে, আভাস দিয়াশ, ধাওয়াল কুলকার্নি।