New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/17/EF128oBehDKjeFqcgOqq.jpg)
Shreyas Iyer Viral Video: শ্রেয়স আইয়ারের সেই ভাইরাল ভিডিও (স্ক্রিনগ্র্যাব)
Shreyas Iyer Viral Video: শ্রেয়স আইয়ারের সেই ভাইরাল ভিডিও (স্ক্রিনগ্র্যাব)
Shreyas Iyer viral video: সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় শ্রেয়স আইয়ার। ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার সম্প্রতি একটি রেস্তোরাঁয় অন্য মেজাজে ধরা দিলেন। ভাইরাল এক ভিডিওয় দেখা যাচ্ছে এক নারী ভক্তের অনুরোধ ফেলতে পারছেন না টিম ইন্ডিয়া তারকা। তাঁকে দেখা যাচ্ছে অটোগ্রাফ দিতে এবং পাশাপাশি সেই মহিলা ভক্তের জন্য বিশেষ বার্তা লিখতে।
এই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং ভক্তদের মধ্যে প্রশংসাও অর্জন করেছে। শ্রেয়স আইয়ার তার ভক্তদের সঙ্গে সবসময় আন্তরিকভাবে মিশে থাকেন। অতীতেও বহুবার এমন দৃষ্টান্ত দেখা গিয়েছে। সমর্থকদের প্রতি তাঁর সমর্থন ও ভালোবাসার প্রকাশ লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের ঘটনা তার ভক্তদের সঙ্গে তার সম্পর্ককে আরও মজবুত করে তাঁকে আরও আলোচনার মধ্যে নিয়ে এসেছে।
উল্লেখ্য, শ্রেয়স আইয়ারকে সম্প্রতি রঞ্জি ট্রফি ২০২৪-২৫ সিজনে মুম্বই দলের হয়ে বরোদার বিরুদ্ধে খেলতে দেখা গোয়েছিল। সেই ম্যাচে শ্রেয়স আট বল খেলে শূন্য রানে আউট হন। তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছু সমালোচনা হলেও, ভক্তদের সঙ্গে তার এই আন্তরিক মুহূর্ত প্রমাণ করে যে তিনি মাঠের বাইরে ভক্তদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কতটা গুরুত্ব দেন।
@ShreyasIyer15 ❤️🤌🤌 pic.twitter.com/vkSTWcdTVU
— Pick-up Shot (@96ShreyasIyer) January 15, 2025
এর আগে তাঁকে জুজবেন্দ্র চাহালের স্ত্রীর সঙ্গে একাধিক ড্যান্স ভিডিওয় দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের ঘটনা ক্রীড়াবিদদের মানবিক দিক তুলে ধরে। ভক্তদের সঙ্গে তাদের সম্পর্ককে আরও মজবুত করে। শ্রেয়স আইয়ার তার ভক্তদের সঙ্গে এই ধরনের আন্তরিক মুহূর্ত ভাগ করে নিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একজন সত্যিকারের তারকা।
টি২০ এবং টেস্ট দলে শ্রেয়স জাতীয় দলের জায়গা হারালেও ওয়ানডেতে তিনি এখনও দলের নির্ভরযোগ্য তারকা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করার পথে হাঁটতে পারেন নির্বাচকরা। গত ওয়ানডে বিশ্বকাপেও ভারতকে মিডল অর্ডারে ভরসা জুগিয়েছিলেন তিনি।