Advertisment

কঠিন পরিস্থিতিতেই ব্যাট করতে চাই: শ্রেয়স আইয়ার

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও পাওয়া গিয়েছিল শ্রেয়স আইয়ার। ভারত পৌনে তিনশো রান তোলার সময়ে শ্রেয়স ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে আবার কঠিন সময়ে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
shreyas iyer and yuzvendra chahal

চাহালের সঙ্গে বিসিসিআই টিভিতে সাক্ষাৎকার দিলেন শ্রেয়স আইয়ার (টুইটার)

বিরাট কোহলির রাজকীয় ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। প্রথমে টি টোয়েন্টিতে হোয়াইটওয়াশ। তারপরে ওয়ান ডে-তে। কোহলির মহা বিক্রমের মধ্যেও আলাদা করে নজর কেড়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপে সুযোগ পাননি। তারপর ভারতীয়-এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে দুর্ধর্ষ পারফরম্যান্স। এবং তাঁর পরিণতিপ্রাপ্তি সিনিয়র দলের হয়ে দুরন্ত পারফরম্যান্সে।

Advertisment

শ্রেয়সের পারফরম্য়ান্সে স্বয়ং গাভাসকার এতটাই প্রভাবিত যে টিম ইন্ডিয়ার চার নম্বর ব্যাটিং পজিশনে শ্রেয়স আইয়ারকেই খেলানোর সুপারিশ করেছেন তিনি। ভারতীয় তরুণ তুর্কি হিসেবে পরবর্তী বাজি যার উপরে রাখা হচ্ছে তিনি আবার সাফ জানিয়ে দিচ্ছেন, টেনশনের সময়েই ব্যাট করা পছন্দ করি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জানাচ্ছেন, "আমি নিজের পারফরম্যান্সে খুশি। দলের কঠিন পরিস্থিতিতে যখন ড্রেসিংরুমের প্রত্যেকে নার্ভাস থাকে, সেই সময়েই ব্যাট হাতে নামতে চাই। এটা পছন্দ করার কারণ হল, যেকোনও সময়ে ম্যাচ ঘুরে যাওয়ার সম্ভবনা থাকে।"

আরও পড়ুন ব্যাটে অপ্রতিরোধ্য কোহলি, টি টোয়েন্টির পর ওডিআই সিরিজও ভারতের দখলে

চোট লাগেনি, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোহলি

বিসিসিআই টিভি-তে সাংবাদিক যুজবেন্দ্র চাহালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "আমাদের বোলারদের যেভাবে পেটানো হয়, তারই প্রতিশোধ নিতে চাই ব্যাট হাতে। নিকোলাস পুরান দারুণ ব্য়াটসম্যান। তবে চাহালকে মারার পরেই প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি ছিলাম।"

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও পাওয়া গিয়েছিল শ্রেয়স আইয়ার। ভারত পৌনে তিনশো রান তোলার সময়ে শ্রেয়স ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে আবার কঠিন সময়ে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। সামনে ছিল চ্যালেঞ্জিং টার্গেট। একশো রানের মধ্যেই রোহিত, ধাওয়ান, ঋষভ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। সেই সময়ে কোহলির সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১২০ রান যোগ করে যান শ্রেয়স।

৪১ বলে ৬৫ রানের মারমুখী ইনিংস হৃদয় জিতে নিয়েছে প্রত্যেকের। রস্টন চেজ, কার্লোস ব্রেথওয়েট, ফাবিয়েন অ্যালানদের তুলোধোনা করে ছাড়েন দিল্লির তরুণ ক্রিকেটার। তারপরেই প্রতিশোধের কথা বলেন তিনি।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment