শুক্রবার বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন আইপিএলে কেকেআরের জার্সিতে খেলা তারকা শুবমান গিল। তবে আইপিএল নয়। তিনি বিতর্কে রঞ্জি ট্রফিতে খেলার সময়ে। দিল্ল বনাম পাঞ্জাবের ম্যাচে আউট হওয়ার পরে আম্পায়ারকেই কুৎসিৎ গালিতে ভরিয়ে দিলেন তারকা ব্যাটসম্যান। আইএস স্টেডিয়ামে ঠিক কী ঘটেছিল তা এক সাংবাদিক নিজের টুইটার হ্যান্ডলের থ্রেডে পরপর জানান।
সেখানেই লেখা হয়েছে, দিল্লির স্লো মিডিয়াম পেসার সুবোধ ভাটির বলে কট বিহাইন্ড হয়েছিলেন শুবমান। আউট দেওয়ার পরেও আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ছিলেন শুবমান। তিনি ক্রিজের দিকে হাঁটার পরিবর্তে ক্রিজে দাঁড়িয়ে থাকেন। সেই সাংবাদিক নীতিশ রানাকে কোট করে ঘটনার আরও সবিস্তারে বিবরণ দিয়েছেন। ঘটনাচক্রে, নীতিশ রানা কেকেআরে শুবমানেরই সতীর্থ।
সেই রানা জানিয়েছেন, শুবমান এরপরে আম্পায়ার পশ্চিম পাঠকের কাছে যান। তারপরেই তাঁকে গালিগালাজ দিতে শুরু করেন। যার পরে আম্পায়ার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। আম্পায়ার পশ্চিম পাঠক কেরিয়ারের শুরুর ম্যাচে নেমেছিলেন। প্রথম ম্যাচেই বিতর্কিত ঘটনার সাক্ষী থাকতে হল তাঁকে।
দিল্লি দলের ম্যানেজার বিবের খুরানা পরে পিটিআইকে বলেন, "স্ট্রেট আম্পায়ার মহম্মদ রফি শুবমানকে আউট দিয়েছিলেন। তারপরেই শুবমান আম্পায়ারের কাছে গিয়ে গালিগালাজ করে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেন। তারপর স্ট্রেট আম্পায়ার স্ক্যোয়ার লেগের আম্পায়ারের (পশ্চিম পাঠক) সঙ্গে আলোচনা করে আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন।"
আম্পায়ার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসায় ফের একপ্রস্থ বিতর্ক তৈরি হয়। এবার দিল্লি দল ম্যাচ বয়কট করে বসে। এরপরে ম্যাচ রেফারির হস্তক্ষেপে খেলা পুনরায় চালু হয়। ২০ বছরের পাঞ্জাবের তারকা ব্যাটসম্যান শেষ পর্যন্ত সিমরনজিৎ সিংয়ের বলে অনুজ রাওয়াতের হাতে ক্যাচ তুলে আউট হন। ৪১ বলে শুবমানের অবদান ২৩।
এলিটে গ্রুপ-এ ও বি-র পয়েন্ট তালিকায় পাঞ্জাব আপাতত ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দিল্লি ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে।
Read the full article in ENGLISH