Advertisment

দুরন্ত ডাবল সেঞ্চুরি শুভমানের, গম্ভীরের রেকর্ড ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজে

তৃতীয় দলের শেষে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩৯ তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। যাইহোক, ক্যারিবিয়ান সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। ৫০ ওভারের সিরিজে চার ইনিংসে ২১৮ রান করেছেন শুভমান।

author-image
IE Bangla Web Desk
New Update
India anounces Test Squad for South Africa Series

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, বাদ রাহুল, এলেন শুভমান গিল (দূরদর্শন টুইটার)

জাতীয় দলের জার্সিতে জায়গা হয়নি। তাই এ দলের হয়ে এবার ব্যাটে ঝড় তুললেন শুভমান গিল। দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি করে গেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। এর ফলে এ দলের জার্সিতে অনন্য নজির কেকেআরের তারকার। ৮১.৬০ স্ট্রাইক রেটে মাত্র ২৫০ বলে এদিন গিলের করে যান অপরাজিত ২০৪ রান। গৌতম গম্ভীরকে টপকে তিনিই আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে কনিষ্ঠ দ্বিশতরানকারী ব্যাটসম্যান। এর আগে এই নজির ছিল গৌতম গম্ভীরের। বোর্ড প্রেসিডেন্ট একাদশের জার্সিতে জিম্বাবোয়ে এ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন গম্ভীর। শুভমান এই রেকর্ড গড়লেন ১৯ বছর ৩৩৪ দিনে।

Advertisment

গিলের অপরাজিত ২০৪ রানে ভর করে তৃতীয় বেসরকারি টেস্টে জয়ের জন্য ভারত ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ৩৭৩ রানের টার্গেট রাখল। গিলের পাশাপাশি ব্যাট হাতে সফল হনুমা বিহারীও। দশটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারির সাহায্যে ২১৯ বলে ১১৮ রান করে যান তিনি। দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে ধস নেমেছিল ভারতীয় ব্যাটিং অর্ডারে। তারপরে অধিনায়ক গিল এবং বিহারীর ব্যাটে পঞ্চম উইকেটে ভারচ ৩১৫ রান যোগ করে।

আরও পড়ুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমলার, বিশ্বক্রিকেট হারাল নক্ষত্রকে

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে

খানা-পিনায় মজে বিরুষ্কা, সঙ্গী আরেক ভারতীয় ক্রিকেটার

তৃতীয় দলের শেষে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩৯ তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। যাইহোক, ক্যারিবিয়ান সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। ৫০ ওভারের সিরিজে চার ইনিংসে ২১৮ রান করেছেন শুভমান। এর মধ্যে তিনটে হাফসেঞ্চুরিও রয়েছে। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় ভারত। তবে তাতেও জাতীয় দলের দরজা খোলেনি তারকা ক্রিকেটারের জন্য। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিয়েছিলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুলের পরিবর্তে ওকে সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী সুযোগের জন্য ওকে অপেক্ষা করতে হবে।" তারপরেই ব্যাট হাতে বিস্ফোরণ তাঁর।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment