কিছুদিন পরেই কেকেআরের জার্সিতে খেলতে নামবেন আইপিএলে। তার আগেই ইন্ডিয়া-এ দলের হয়ে দুরন্ত দ্বিশতরান হাকালেন শুবমান গিল। নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলের টেস্ট স্কোয়াড এখনও ঘোষণা করেননি নির্বাচকরা। দু-একদিনের মধ্যেই সেই স্কোয়াড ঘোষণা করে দেওয়া হবে। তার আগেই টেস্ট দলের জন্য নিজের নাম ভাসিয়ে দিলেন শুবমান গিল। ভাবা হচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা লোকেশ রাহুলকে টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন মসৃণ হতে চলেছে। তবে শুবমান গিল তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে রাখলেন।
ভারতীয় এ দলের হয়ে খেলতে শুবমান গিলরা এখন নিউজিল্যান্ডেই। সেখানেই নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দল ৫৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তারপরে ব্য়াট করতে নেমে ধুয়াধার ব্যাটিং কেকেআর তারকার। তৃতীয় উইকেটে শুবমান গিল প্রিয়ঙ্ক পাঞ্চালের সঙ্গে ১৬৭ রানের পার্টনারশিপ খেলে যান। শুবমানের পাশাপাশি শতরান হাকিয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল, হনুমা বিহারীও।
কেকেআরে খেলার সময় শুবমান গিল (আইপিএল ওয়েবসাইট)
শুবমান প্রথমে নিজের শতরান পূর্ণ করেন ১৮৫ বলে। সেখানেই না থেমে কিউয়িদের বিপর্যস্ত করে তিনি দ্বিশতরানে টেনে নিয়ে যান নিজের ইনিংস।
প্রথমে ব্যাটিং করে ভারতীয় এ দল ২১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ডেন ক্লেভারের ১৯৬ রানে ভর করে স্কোরবোর্ডে তুলেছিল ৫৬২। পাশাপাশি কিউয়িদের হয়ে শতরান করেছিলেন মার্ক চ্যাপম্যানও।
তারপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুবমানদের দুরন্ত ইনিংস। প্রথম ইনিংসে লিড নিলেও ভারত ড্র করতে সমর্থ হয়।
শুবমানের দুরন্ত দ্বিশতরান ফের একবার তারকা ক্রিকেটারকে জাতীয় দলের আঙিনায় ফেরাতে পারে কিনা, সেটাই দেখার। তবে টেস্টের স্কোয়াডে অন্তর্ভূক্ত করলেও প্রথম একাদশে সম্ভবত শুবমান সুযোগ না-ও পেতে পারেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হচ্ছে লিঙ্কনের সাটক্লিফ ওভালে। সেখানে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, আর অশ্বিন এবং ঋদ্ধিমান সাহারা খেলবেন টেস্টের প্রস্তুতি হিসেবে।