Shubman Gill Record: ভারতের তারকা ক্রিকেটার শুভমান গিল শনিবার (১২ এপ্রিল) এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন। আইপিএল টুর্নামেন্টে তিনি গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে ২,০০০ রান পূরণ করে ফেলেন। প্রথম ক্রিকেটার হিসেবে গিল এই রেকর্ড কায়েম করলেন। ২৫ বছর বয়সি শুভমানের সামনে এই রেকর্ড গড়ার জন্য ৫৩ রান দরকার ছিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইকানা স্টেডিয়ামে আয়োজিত ম্য়াচে স্বপ্ন পূরণ করলেন। ১১ ওভারের পঞ্চম বলে একটি রান সংগ্রহ করতেই শুভমান ২,০০০ রানের চৌকাঠে পা রাখেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্টের আগে শুভমানকে অধিনায়ক হিসেবে নিয়োগ করেছিল গুজরাট টাইটান্স। ১২ ম্য়াচে তিনি মোট ৪২৬ রান করেন। পাশাপাশি, তাঁর দল প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি।
টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি শুভমানের ব্যাটে
এই মরশুমে (IPL 2025) শুভমান গিল টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি হাঁকালেন। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে তিনি মাত্র ৩৮ বলে ৬০ রান করেন। ইতিপূর্বে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ম্য়াচে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ওই ম্য়াচে তিনি ৪৩ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন শুভমান গিল। এরপর ২০২২ সালের মেগা নিলামে গুজরাট টাইটান্স তাঁকে ৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। গুজরাটের হয়ে প্রথম মরশুমে শুভমান ১৬ ম্য়াচে ৪৮৩ রান করেছিলেন। পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। গুজরাটের হয়ে দ্বিতীয় মরশুমেও তিনি বেশ ভাল পারফরম্য়ান্স করেছিলেন। ৩ সেঞ্চুরি এবং ৪ হাফসেঞ্চুরির দৌলতে তিনি মোট ৮৯০ রান করেছিলেন। এমনকী, টুর্নামেন্টের শেষে কমলা টুপিও তাঁর মাথাতেই শোভা পেয়েছিল।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাই সুদর্শন
পঞ্জাবের ক্রিকেটার শুভমান গিলকে গুজরাট টাইটান্স ২০২৫ IPL-য়ে ১৬.৫০ কোটি টাকায় রিটেন করে। গুজরাট টাইটান্সের হয়ে সর্বাধিক রানের তালিকায় শুভমানের ঠিক পরেই রয়েছে সাই সুদর্শনের নাম। তামিলনাড়ুর এই ব্যাটার এখনও পর্যন্ত ৩১ ম্য়াচে ১,৩০০-র বেশি রান করেছেন।