Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা!

Shubman Gill News: ২০২৫ এশিয়া কাপের জন্য মুখ্য নির্বাচক অজিত আগরকর যথন স্কোয়াড ঘোষণা করেছিলেন, তার কয়েকঘণ্টা আগেই অধিনায়ক সূর্যকুমার যাদব জানতে পারেন যে শুভমান গিলকেও এই স্কোয়াডে রাখা হচ্ছে। এমনকী, তাঁকে সহ অধিনায়কের পদও দেওয়া হচ্ছে।

Shubman Gill News: ২০২৫ এশিয়া কাপের জন্য মুখ্য নির্বাচক অজিত আগরকর যথন স্কোয়াড ঘোষণা করেছিলেন, তার কয়েকঘণ্টা আগেই অধিনায়ক সূর্যকুমার যাদব জানতে পারেন যে শুভমান গিলকেও এই স্কোয়াডে রাখা হচ্ছে। এমনকী, তাঁকে সহ অধিনায়কের পদও দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ssuryakumar Yadav and Shubman Gill

সূর্যকুমার যাদব এবং শুভমান গিল

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের ২ ফরম্য়াটে অধিনায়ক নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পরই শুভমান গিলের হাতে লাল বলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল। এরপর রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সি কার্যত কেড়ে নিয়ে বিসিসিআই এই ফরম্য়াটেও শুভমানকে নয়া অধিনায়ক হিসাবে নির্বাচন করে। ইতিপূর্বে, ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল। তবে সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৫ এশিয়া কাপ স্কোয়াডে শুভমান গিলের এন্ট্রি দেখে যথেষ্ট হতবাক হয়েছিল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এমনকী, এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন তিনি।

Advertisment

টি-২০ স্কোয়াডে শুভমানকে চাননি সূর্যকুমার?

২০২৫ এশিয়া কাপের জন্য মুখ্য নির্বাচক অজিত আগরকর যথন স্কোয়াড ঘোষণা করেছিলেন, তার কয়েকঘণ্টা আগেই অধিনায়ক সূর্যকুমার যাদব জানতে পারেন যে শুভমান গিলকেও এই স্কোয়াডে রাখা হচ্ছে। এমনকী, তাঁকে সহ অধিনায়কের পদও দেওয়া হচ্ছে। 

ক্রিকব্লগারের একটি রিপোর্ট অনুসারে, টি-২০ স্কোয়াডে শুভমান গিলের এন্ট্রি দেখে কিছুটা হলেও হতবাক হয়েছিল সূর্যকুমার যাদব। অজিত আগরকর এবং গৌতম গম্ভীর চেয়েছিলেন, শুভমান যেন ভারতের হয়ে তিনটে ফরম্যাটেই খেলেন। সেক্ষেত্রে আগামী ভবিষ্যতে তিনটে ফরম্য়াটের অধিনায়কত্বই তাঁর হাতে তুলে দেওয়া হবে। আর সেকারণেই শুভমানের ২০২৫ আইপিএল পরিসংখ্যান তুলে ধরেছিলেন গৌতম গম্ভীর। শুভমানকে একটাই কারণে সূর্যকুমার যাদব টি-২০ স্কোয়াডে চাননি। তিনি মনে করেছিলেন, শুভমানের ব্যাটিং স্টাইল হয়ত টি-২০ স্কোয়াডে খাপ খাওয়াতে পারবে না।

Advertisment

২০২৫ এশিয়া কাপে শুভমানের খারাপ পারফরম্য়ান্স

২০২৫ এশিয়া কাপে শুভমান গিলের পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। এই টুর্নামেন্টে অভিষেক শর্মার সঙ্গেই তিনি ইনিংস ওপেন করতে নেমেছিলেন। যেখানে অভিষেক এই টুর্নামেন্টে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেন, সেখানে শুভমান ৭ ম্য়াচে মাত্র ১২৭ রান করেন। পাশাপাশি একটাও হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি।

Suryakumar Yadav Shubman Gill Indian Cricket Team