Advertisment

Team India tour to Zimbabwe: বিশ্বকাপে বাদ পড়া তারকাই এবার টিম ইন্ডিয়া ক্যাপ্টেন! বড় ঘোষণা করতে চলেছে বিসিসিআই

India tour of Zimbabwe: ফর্মে থাকা SRH ওপেনার অভিষেক শর্মাকেও নেওয়া হবে; টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বেঞ্চে থাকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং রিংকু সিংকে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র খেলোয়াড়দের সাথে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, BCCI

Indian Cricket Team: বিশ্বকাপে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

India vs Zimbabwe: বিশ্বকাপের পর জুলাইয়ের ৬ তারিখ থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সফর শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। জানা যাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ভারতীয় স্কোয়াডের মূল তারকাদের বিশ্রামে পাঠানো হবে।

Advertisment

নির্বাচক কমিটির তরফে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়, তাঁরা জিম্বাবোয়ে সফরে যেতে ইচ্ছুক কিনা। জানা গিয়েছে, দুজনেই 'না' করে দিয়েছেন পত্রপাঠ।

আইপিএলের সময় ফর্মে থাকা তারকা অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, তুষার দেশপাণ্ডে, হর্ষিত রানাদের নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের স্কোয়াড গড়া হবে। বিশ্বকাপ চলাকালীন যাঁরা প্ৰথম একাদশে সুযোগ পাচ্ছেন না সেই যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংদেরও রাখা হবে সফরকারী স্কোয়াডে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আগেই নির্বাচকরা ২০ জনের স্কোয়াড বেছে রেখেছেন। তবে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবদের জবাবের অপেক্ষায় ছিলেন তাঁরা।

বিশ্বকাপ স্কোয়াডের ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে থাকা শুভমান গিল, আবেশ খানদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের বাকি ম্যাচে তাঁদের অংশগ্রহণের কোনও সম্ভবনা না থাকায়। শুভমানকে জিম্বাবোয়েতে পাঠানো হবে একেবারে অধিনায়ক বানিয়ে।

ভারতীয় দলে এই প্রথমবার সুযোগ পেতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। আইপিএলে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিং জুটিতে বিপক্ষ বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। পুরো লিগে ৪৮৪ রান করেছেন। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগও ফর্ম দেখিয়েছেন ৫৭৩ রান করে। নির্বাচকরা একজন পেসার-অলরাউন্ডারকে যাচাই করে নিতে চাইছেন। তাই স্কোয়াডে রাখা হচ্ছে নীতিশ রেড্ডিকে। তিনি আইপিএলের এমার্জিং ক্রিকেটার পুরস্কারও পেয়েছেন। মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি আইপিএলে সিএসকের হয়ে নিজের জাত চিনিয়েছেন।

হর্ষিত রানা কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। দিল্লির এই তারকা স্পিডস্টার ধারাবাহিকভাবে ভালো খেলেছেন।

দ্রাবিড় পরবর্তী জমানায় হেড কোচ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তাই এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে সফরে হেড কোচের দায়িত্ব পালন করবেন। জুলাইয়ের ২৭ থেকে শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। নতুন কোচের জমানা শুরু হবে লঙ্কা-রাজ্যে।

Indian Team Shubman Gill BCCI VVS Laxman Indian Cricket Team
Advertisment