/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/shubman-gill-m.jpg)
বড়দের সঙ্গে এই প্রথম নেট সেশন গিলের (ফাইল চিত্র)
ভারতের সিনিয়র দলের সঙ্গে এই প্রথমবার নেট সেশন করলেন শুভমান গিল। মঙ্গলবার বিসিসিআই টুইট করে সেই ভিডিও পোস্ট করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার ক্রিকেটার ছিলেন পাঞ্জাবের বছর উনিশের ডানহাতি ব্যাটসম্যান। দেশের জার্সিতে সর্বাধিক ৩৭২ রান (১২৪ এর গড়ে) করেছিলেন তিনি।নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজে দলে রাখা হয়েছে তাঁকে।
????️????️#TeamIndia's latest recruit @RealShubmanGill was seen sweating out in the nets at his first training session with the Senior Men's team ???????? #NZvINDpic.twitter.com/E8COH3Avnr
— BCCI (@BCCI) January 22, 2019
যদিও গিলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজে ডাকা হয়েছিল ব্যাক-আপ প্লেয়ার হিসেবে। হার্দিক পাণ্ডিয়া এবং কে এল রাহুলের (টিভি শো-য়ে নারীবিদ্বেষী মন্তব্য করায় এই দুই ক্রিকেটার নির্বাসিত হন) বদলি হিসেবে গিল ও বিজয় শঙ্কর উড়ে যান ক্যাঙারুর দেশে। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান-ডে’র আগেই যোগ দেন তাঁরা। কিন্তু গিলের মাঠে নামা হয়নি। শিঁকে ছিঁড়েছিল বিজয় শঙ্করের।
আরও পড়ুন: ফ্যানেদের বিচারে পন্থদের বিশ্বকাপ জয় বছরের সেরা মুহূর্ত
চলতি বছর রঞ্জিতে দুরন্ত ফর্মে ছিলেন গিল। পাঞ্জাবের হয়ে ৯৮.৭৫-এর গড়ে ৭৮০ রান করেছিলেন তিনি। এমনকি তাঁর সতীর্থ ও ভারতের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং বলেছিলেন গিলের ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকা উচিত। একই সুরে গলা মিলিয়েছিলেন গিলের আইপিএল ক্যাপ্টেন দীনেশ কার্তিকও। গত জানুয়ারিতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ২০১৯-এর লক্ষ্য নিয়ে গিল বলেছিলেন, “২০১৮ আমার পক্ষে দারুণ ছিল, অনেক কিছু শিখেছি। ২০১৯-এ ভারতের হয়ে খেলতে চাই। সেটাই আমার মূল লক্ষ্য।”