বৃহস্পতিবার হয়ে গেল মোহনবাগানের একজিকিউটিভ মিটিং। সেই মিটিং শেষেই জানিয়ে দেওয়া হল আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হচ্ছেন কিংবদন্তি শ্যাম থাপা। এছাড়াও পুরস্কার প্রাপক দের তালিকায় রয়েছেন লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলাই দে। শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসাবে মতি নন্দী পুরস্কার উঠছে অশোক দশগুপ্তের হাতে। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার প্রাপক কিয়ান নাসিরি। বর্ষসেরা ফুটবলারের সম্মান (শিবদাস ভাদুরি) পাচ্ছেন লিস্টন কোলাসো।
Advertisment
গত কয়েক বছরে কোভিডের কারণে মোহনবাগান দিবস পালনে একাধিক বিধিনিষেধ মানতে হয়েছিল। তবে এবার স্বমহিমায় আত্মপ্রকাশ করছে মোহনবাগান দিবস। পূর্ণ জাঁকজমকের সঙ্গে।
ভারতীয় ফুটবলে বাইসাইকেল কিকের 'গডফাদার' ধরা হয় শ্যাম থাপাকে। ১৯৬৪-র সুব্রত মুখোপাধ্যায় কাপের ফাইনালে গোর্খা মিলিটারি স্কুলের হয়ে দুর্দান্ত খেলে রাতারাতি প্রচারের আলোয় উঠে আসেন তিনি। তারপরে জ্যোতিষ গুহ উঠতি সেই প্রতিভাকে ময়দানের সঙ্গে পরিচয় করিয়ে দেন লাল-হলুদ জার্সিতে। তারপরে বাকিটা ইতিহাস। অভিষেকেই রাজস্থান ক্লাবের বিরুদ্ধে হ্যাট্রিক করে কেরিয়ারের সূচনা। তারপরে আর ফিরে তাকাতে হয়নি। অপেশাদার ফুটবলার ছিলেন আর্মির হয়ে খেলার সময়। পরে আর্মি-ত্যাগ পেশাদার ফুটবলার হওয়ার বাসনায়। কেরিয়ারের স্বর্ণযুগ ১৯৭৭-১৯৮২ মোহনবাগানের হয়ে খেলার সময়।
কেরিয়ারে উজ্জ্বলতম মুহুর্ত একাধিক। ১৯৭৫/৭৬-এ ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় পিকে-র কোচিংয়ে লাল-হলুদ জার্সিতে টানা ছয় নম্বর কলকাতা লিগ জেতার নজির হোক বা বাগানের হয়ে ত্রিমুকুট (আইএফএ শিল্ড, রোভার্স কাপ এবং ডুরান্ড কাপ) জেতা। ১৯৮০ দশকে মোহনবাগানের কাছ থেকে পারিশ্রমিক পেয়েছিলেন ৫০ হাজার টাকা। যা সেই সময় কার্যত কল্পনারও অতীত ছিল। ভারতের সেই সময়ের হায়েস্ট পেড ফুটবলারের মুকুটেই বৃহস্পতিবার জুড়ল নতুন পালক- মোহনবাগান রত্ন।
এবার মোহনবাগান দিবসে চমক হতে পারেন পল পোগবা র দাদা ফ্লোরেন্তিন পোগবা। জুলাই মাসের শেষের দিকে কলকাতায় পা রাখছেন আলোচিত এই তারকা। আর মোহনবাগান দিবসের আগে তিনি শহরে পা রাখলেই ২৯ জুলাই তাঁর পা পড়তে পারে সবুজ মেরুন তাঁবুতে।
এর আগে ক্লাবের বারপুজোতেও কোচ ফেরান্দো সহ বেশ কিছু ফুটবলার হাজির ছিলেন সবুজ মেরুন মাঠে। তাই এবার মোহনবাগান দিবসে গিনির জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
মোহনবাগান সমর্থকদের সামনে ফ্লোরেন্তিনের সরকারিভাবে আত্মপ্রকাশ ঘটতে পারে আসন্ন মোহনবাগান দিবসেই। তাঁর সামনেই পুরস্কৃত হতে পারেন লিস্টন কোলাসো, কিয়ান নাসিরিরা।